হুরিয়ত কনফারেন্সের প্রাক্তন চেয়ারম্যান তথা অধ্যাপক আব্দুল গনি ভাট (৯০) বুধবার প্রয়াত হন। তার পরেই গৃহবন্দি করা হয় জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি-সহ বেশ কয়েক জন শীর্ষস্থানীয় কাশ্মীরি নেতা-নেত্রীকে। মেহবুবা এর তীব্র সমালোচনা করে বলেছেন, এই সিদ্ধান্ত ‘কঠোর এবংঅগণতান্ত্রিক বাস্তব’।
সম্প্রতি কাশ্মীরের হজরতবাল দরগা সংক্রান্ত উত্তেজনার প্রসঙ্গ তুলে মেহবুবা বলেন, ‘‘সেটা ছিল কিনারায় এসে দাঁড়ানো জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভ, কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। মনে হয় বিজেপি এই এলাকাকে সারাক্ষণ অশান্ত রেখে দিয়ে সারা দেশে তার রাজনৈতিক ফায়দা তুলতে চায়।’’ পিপল’স কনফারেন্স নেতা সাজ্জাদ লোন, হুরিয়তের বর্তমান চেয়ারম্যান মিরওয়াইজ় উমর ফারুকরা অভিযোগ তুলেছেন, ভাটের মৃত্যুর পরে পিডিপি নেত্রী মেহবুবার পাশাপাশি তাঁদেরও গৃহবন্দি করে ফেলা হয়েছিল। মিরওয়াইজ়ের দাবি, সরকারি কর্তৃপক্ষের তরফে ভাটের পরিবারকে চাপ দেওয়া হয় তাঁর শেষকৃত্য দ্রুত সেরে ফেলার জন্য। শেষযাত্রায় যোগ দিতে না পেরে তিনি ব্যথিত বলে জানান মিরওয়াইজ়।
সাজ্জাদ এক্স হ্যান্ডলে লেখেন, ‘এ সবের কী দরকার ছিল, বুঝতে পারছি না। প্রফেসর সাহেব শান্তিকামী মানুষ ছিলেন। বহু দিন আগে অবসর নিয়েছিলেন তিনি।’ ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা রহুল্লা মেহদিও এই কড়াকড়িরসমালোচনা করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)