পঞ্জাব ভোটকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি। এ বার গেরুয়া শিবিরে যোগ দিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া। আসন্ন পঞ্জাব ভোটে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।
অমরেন্দ্র সিংহের সঙ্গে জোট নিশ্চিত করেছে বিজেপি। এ বার দল ভারী করার পালা। মঙ্গলবার দিল্লিতে দলের সদর দফতরে বিজেপি-তে যোগ দেন ৪৪ বছরের প্রাক্তন জাতীয় ক্রিকেট তারকা। আপাতত বিজেপি-র প্রাথমিক সদস্যপদ নিয়েছেন তিনি। আসন্ন পঞ্জাব ভোটে তাঁকে প্রার্থী করতে চায় বিজেপি। তাঁর পাশাপাশি আরও তিন বিধায়ক এ দিন বিজেপি-তে যোগ দেন।
Former cricketer Dinesh Mongia joins Bharatiya Janata Party in Delhi. pic.twitter.com/ChOa6wrDEr
— ANI (@ANI) December 28, 2021
ভোটের আগে তারকা খেলোয়াড়দের বিভিন্ন দলে যোগদান নতুন নয়। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দিয়েছিলেন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁকে প্রার্থীও করেছিল বিজেপি। আম আদমি পার্টির অতিশিকে লক্ষাধিক ভোটে হারিয়ে তিনি সাংসদ হন।
২০১৭ সালে পঞ্জাব ভোটে একাই ৭৭টি আসন দখল করেছিল অমরেন্দ্র সিংহের নেতৃত্বাধীন কংগ্রেস। তার আগে এক দশক ধরে পঞ্জাবে ক্ষমতায় ছিল অকালি ও বিজেপি-র জোট।