Advertisement
E-Paper

নিযুক্ত হলেন ডোভালের নয়া সহযোগী, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে দুঁদে গোয়েন্দা

মণিপুর ক্যাডারের ১৯৮৮ সালের ব্যাচের আইপিএস অফিসার অনীশদয়াল দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-তে প্রায় ৩০ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরবর্তী সময়ে দুই আধাসেনা বাহিনীরও দায়িত্ব সামলেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৬:৪০
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। — ফাইল চিত্র।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সহযোগী হিসাবে নিযুক্ত করা হল দুই আধাসেনা বাহিনীর প্রাক্তন প্রধান অনীশদয়াল সিংহকে। সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসারকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব থাকবে তাঁর উপর। এর মধ্যে যেমন রয়েছে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়, তেমনই মাওবাদীদমন এবং উত্তর-পূর্বের পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বও রয়েছে।

মণিপুর ক্যাডারের ১৯৮৮ সালের ব্যাচের এই আইপিএস অফিসার দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-তে প্রায় ৩০ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে অনীশদয়ালের। পরবর্তী সময়ে দুই আধাসেনা বাহিনীরও দায়িত্ব সামলেছেন তিনি। প্রথমে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর প্রধান ছিলেন তিনি। পরবর্তী সময়ে অপর আধাসেনা বাহিনী সিআরপিএফ প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছরের ডিসেম্বরে অবসরগ্রহণ করেন অনীশদয়াল।

সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে হিসাবে তাঁর কী ভূমিকা থাকবে তা নিয়ে সরকারি ভাবে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের দেখভালের দায়িত্বে থাকবেন তিনি। দেশে সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগে থেকেই দু’জন নিযুক্ত রয়েছেন— অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার টিভি রবিচন্দ্রন এবং প্রাক্তন আইএফএস অফিসার অবন কপূর। এ ছাড়া দেশের গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (‘র’)-এর প্রাক্তন প্রধান রাজিন্দর খন্না বর্তমানে অতিরিক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। এ বার আরও এক সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগ করল কেন্দ্র।

সিআরপিএফ প্রধান থাকাকালীন মাওবাদী দমনে অনীশদয়ালের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাঁর জমানায় মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে চারটি নতুন ব্যাটালিয়ন এবং ৩৬টিরও বেশি ফরওয়ার্ড বেস তৈরি হয়েছে। বস্তুত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছরেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ ‘মাওবাদী মুক্ত’ হবে। সম্প্রতি কেন্দ্রের তরফে সংসদে জানানো হয়, ২০১৩ সালে ভারতে ‘মাওবাদী উপদ্রুত’ ছিল ১২৬টি জেলা। ২০২৫ সালের এপ্রিলে তা নেমে এসেছে ১৮টি জেলায়। এ অবস্থায় সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে অনীশদয়ালের নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Ajit Doval NSA National Security Adviser
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy