আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভিসা নীতি ও তাতে ভারতের প্রতিক্রিয়ার জেরে বার বার নরেন্দ্র মোদী সরকারকে বিঁধছে কংগ্রেস। এ বার সেই আক্রমণের সমালোচনা করলেন প্রাক্তন বিদেশসচিব কানোয়াল সিব্বল। আর সেই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রসকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। আমেরিকার তরফে এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির জেরে মোদীর সমালোচনায় নেমেছেন রাহুল গান্ধী-সহ শীর্ষ কংগ্রেস নেতারা। একদা আমেরিকার মাটিতে ট্রাম্পের প্রচারসভায় দাঁড়িয়ে ‘অব কি বার ট্রাম্প সরকার’ ধ্বনি দেন নরেন্দ্র মোদী। সম্প্রতি শুল্কযুদ্ধের পরেও মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি খবর এক্সে পোস্ট করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের কটাক্ষ, ‘‘আপনার জন্মদিনে অব কি বার ট্রাম্প সরকারের উপহারে ভারতীয়েরা ব্যথিত। কারণ আমেরিকায় নিযুক্ত তথ্যপ্রযুক্তি কর্মীদের মধ্যে ৭০ শতাংশ ভারতীয়। ফলে তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।’’
খড়্গের এক্স পোস্টের জবাবে প্রাক্তন বিদেশসচিব কানোয়াল সিব্বল লেখেন, ‘‘ভারতের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হয়ে মোদীকে দুষলে আমাদের প্রতিরোধ দুর্বল হবে। ট্রাম্প তাঁর মিত্র দেশ-সহ সকলের পক্ষেই আপত্তিকর হয়ে দাঁড়াছেন। দেখুন তিনি কী ভাবে ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোকে অপমান করছেন। উনি ভেবেছিলেন ভারতের ক্ষেত্রে বাধা সত্ত্বেও ওঁর ইচ্ছেমতো কাজ করতে পারবেন। কিন্তু জাতীয় স্বার্থরক্ষা করার জন্য আমাদের প্রতিরোধ ওঁর অহঙ্কারে ধাক্কা দিয়েছে।’’ কানোয়ালের প্রশ্ন, আমেরিকার বিরুদ্ধে ভারতের বিদেশনীতি যে পথে চলছে বিরোধীরা কি তার বিরোধিতা করছেন? তাঁর কথায়, ‘‘পাকিস্তানের মতো ট্রাম্পের পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে ব্যবসা করে তাঁর ঘনিষ্ঠের তালিকায় থাকার চেষ্টা করিনি। অবশ্য ওঁর ঘনিষ্ঠের তালিকায় থাকার বিষয়টি নিয়ে ভরসা নেই।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)