পদাধিকারের অপব্যবহার এবং সরকারি অর্থ নয়ছয় সংক্রান্ত মামলায় গুজরাতের কচ্ছের প্রাক্তন জেলাশাসক প্রদীপ নিরঙ্করনাথ শর্মাকে দোষী সাব্যস্ত করল আদালত। আমদাবাদের একটি বিশেষ আদালত সম্প্রতি এই রায় ঘোষণা করেছে। সরকারি তহবিল তছরুপ প্রতিরোধ আইন (২০০২) তথা ‘পিএমএলএ’-এর আওতায় তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড বাড়তে পারে।
২০০৩-২০০৬ সালে প্রদীপ ‘জেলা ভূমি মূল্য নির্ধারক’ কমিটির শীর্ষপদে থাকার সময়ে জমির দামে হেরফেরের একাধিক অভিযোগ সামনে এসেছিল গত বছর। ইডি জানতে পারে, কচ্ছের বরসামেডি গ্রামের সরকারি জমি বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে এক বাণিজ্যিক সংস্থাকে বরাদ্দ করা হয়েছিল প্রদীপের নির্দেশে। ইডি-র তদন্তকারীদের আরও অভিযোগ, এই ঘটনায় ব্যক্তিগত ভাবে প্রদীপ লাভবান হয়ে থাকলেও, গুজরাত সরকারের এতে প্রায় এক কোটি ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছিল। নয়ছয়ের অভিযোগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রদীপ। কিন্তু শীর্ষ কোর্টে সেই আবেদন খারিজ হয়ে যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)