ভাষণ দিতে দিতেই শিলংয়ে আইআইএমের মঞ্চে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের। তাঁর বয়স হয়েছিল ৮৪। রাজভবন সূত্রে জানানো হয়, এ দিন সন্ধ্যায় আইআইএমে ‘লিভেবেল প্ল্যানেট আর্থ’ শীর্ষক আলোচনাসভায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ভাষণ দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে বেথেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রাজ্যপাল ভি সন্মুগানথান হাসপাতালেই আছেন। তিনি ভারতের একাদশতম রাষ্ট্রপতি। কালাম ২০০২ থেকে ২০০৭ সাল অবধি রাষ্ট্রপতি ছিলেন।
কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডন থেকে শোকবার্তায় তিনি বলেন, “খুব খারাপ খবর। আমার সঙ্গে ওনার গভীর সম্পর্ক ছিল। কালামের ছিলেন ভারতমাতার অন্যতম প্রিয় সন্তান। সাধারণের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়।”