বিজেপি-শাসিত ত্রিপুরায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে বাধা দিল পুলিশ। ফলে প্রকাশ্যেই ত্রিপুরার প্রশাসনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ফলে শাসক দলের কোন্দল ফের এক বার প্রকাশ্যে এল বলে মনে করছেন রাজনীতিকেরা।
আজ প্রতিমা ভৌমিক উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রওনা হন। তিনি ধলাই জেলার আমবাসায় পৌঁছনোর পরে পুলিশ তাঁকে আটকে দেয় বলে অভিযোগ। তাঁর গাড়িতেও তল্লাশি চালানো হয়।
ফলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় প্রতিমার। পুলিশ অফিসারেরা তাঁকে বলেন, উপরতলার নির্দেশ আছে বলেই তাঁকে আটকানো হয়েছে। এর পরে আমবাসা-কমলপুর সংযোগস্থলে পৌঁছন প্রতিমা। সেখানে অতিরিক্ত ব্যারিকেড দেওয়া ছিল। সেখানে তিনি ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিকের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন। প্রতিমা বলেন, ‘‘যে দিন তিপ্রা মথা ব্যারিকেড করেছিল সে দিন পুলিশ কোথায় ছিল?’’ পরে প্রতিমা সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‘আমার সরকার। আমাকেই ব্যারিকেড করছে। আমরা অদ্ভূত ভাবে চলছি।’’ প্রতিমারসঙ্গে পুলিশের বচসা চলার সময়েই রাস্তায় ভিড় হয়ে যায়। স্থানীয়দের একাংশের মতে, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকেই যদি পুলিশ আটকায় তবে সাধারণ মানুষের অবস্থা কি বোঝাই যাচ্ছে। পরে প্রতিমা ধর্মনগরে যান। এ নিয়ে দল কোনও মন্তব্য করেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)