Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘বন্ধু’ মনমোহনের প্রশংসায় বারাক ওবামা

একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে এসেছেন ওবামা। সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে জানালেন, মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর দিশা দেখিয়েছিলেন মনমোহন সিংহ।

সাক্ষাৎ: নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

সাক্ষাৎ: নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ০৩:২২
Share: Save:

এক জনের পরামর্শে পেয়েছিলেন মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর দিশা। অন্য জনকে পরামর্শ দিয়েছিলেন ধর্মীয় সহিষ্ণুতা প্রসঙ্গে।

একই দিনে জোড়া প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়িয়ে দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে এসেছেন ওবামা। সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে জানালেন, মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর দিশা দেখিয়েছিলেন মনমোহন সিংহ। বোঝালেন, আজও মনমোহনের গুণমুগ্ধ তিনি। মোদীরও প্রশংসা করেন ওবামা। তবে সহিষ্ণুতা প্রসঙ্গ টেনে এমন কিছু কথাও বলেন, যা অস্বস্তি বাড়িয়েছে বিজেপির।

আরও পড়ুন: ‘রোহিঙ্গাদের’ আশীর্বাদ করলেন পোপ ফ্রান্সিস

কী বলেছেন ওবামা? ওবামার কথায়, ‘‘দেশের বিপুল বৈচিত্র্য নিয়ে ভারতের গর্বিত হওয়া উচিত।’’ তাঁর মতে, মুসলিমরা ভারতের সম্পদ। তাই যথাযথ গুরুত্ব দিয়ে এঁদের সমৃদ্ধি ও অগ্রগতির ব্যাপারে সর্বাত্মক ভাবে সচেষ্ট হওয়া উচিত সরকারের। ওবামার দাবি, ২০১৫-য় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বার ভারতে এসে রুদ্ধদ্বার বৈঠকে তিনি ধর্মীয় সহিষ্ণুতা রক্ষার ব্যাপারে বিশেষ আর্জি জানিয়েছিলেন মোদীর কাছে।

আজ ওবামা বলেন, ‘‘ধর্মের ভিত্তিতে বিভাজন কখনওই কাম্য নয়। বরং সবাইকে সঙ্গে নিয়ে চলার ভাবনাকেই আরও জোরদার করা উচিত।’’ ধর্মান্তরণ, গো-হত্যার মতো একাধিক ঘটনায় মোদী জমানার শুরু থেকেই উত্তাল দেশ। সেই প্রেক্ষিতেই অসহিষ্ণুতা নিয়ে ওবামার এ দিনের বক্তব্যে তৈরি হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে, মোদীকে কি এ দিনও পরামর্শই দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট?

আজ ওবামা-মোদী সাক্ষাৎও হয়েছে। একেবারেই সৌজন্য সাক্ষাৎ। তবে তাকে ঘিরেও ছিল অস্বস্তির ছায়া। ওই সাক্ষাতের কিছু আগে, সংবাদমাধ্যমের অনুষ্ঠানে সাংবাদিকরা মোদী সম্পর্কে ওবামার মনোভাব জানতে চাইলে ওবামা বলেন, ‘‘পছন্দই করি ওঁকে। আমার বিশ্বাস, মোদী যথেষ্ট দূরদর্শী।’’ তার পরেই টেনে আনেন মনমোহনের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা।

কেমন সেই বন্ধুত্ব? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন কাছ থেকে দেখেছেন মনমোহনকে। ওবামার কথায়, ‘‘মন্দা সামাল দেওয়ার ক্ষেত্রে সে সময় ভারত যে সব পদক্ষেপ করেছিল, সেটাই আধুনিকীকরণের মূল ভিত্তি।’’ ওবামা জানান, ২০১০-এ জি-২০ শীর্ষ বৈঠকেও মনমোহনের প্রশংসা করেছিলেন তিনি। বাকবিতণ্ডায় উত্তপ্ত সভাকে থামিয়ে বলেছিলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী যা বলতে এসেছেন, সবাই মন দিয়ে শুনুন।’’ প্রাক্তন প্রধানমন্ত্রীর এ হেন প্রশংসা শুনে তখন দর্শকাসনে বসে মিটিমিটি হাসছেন রাহুল গাঁধী। পরে ওবামার সঙ্গে তাঁর আলাদা করে বেশ কিছুক্ষণ কথাও হয়। ওবামার সঙ্গে নিজের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন কংগ্রেসের সহ-সভাপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE