দলের মতাদর্শগত অভিমুখ পুনর্বিন্যাস এবং সংগঠনে কিছু পুনর্গঠনের সূত্র ঠিক করতে জাতীয় কাউন্সিলে আলোচনায় বসল ফরওয়ার্ড ব্লক। মাদুরাইয়ে রবিবার শুরু হয়েছে জাতীয় কাউন্সিলের অধিবেশন। প্রায় তিনশো প্রতিনিধিকে নিয়ে প্রকাশ্য অধিবেশনে এ দিন বক্তা ছিলেন ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। খসড়া রিপোর্ট পেশ করেন দলের জাতীয় সম্পাদক জি দেবরাজন। মার্ক্স ও লেনিনের মতাদর্শের প্রতি নির্ভরতা কমিয়ে নেতাজি সুভাষের পথে সমাজতন্ত্রের লক্ষ্যে সংগ্রাম এবং সাংগঠনিক বিষয়ে খসড়া রিপোর্টের উপরে আজ, সোমবার ও কাল, মঙ্গলবার আলোচনা করবেন প্রতিনিধিরা।