সরকারি চাকরির পরীক্ষা (অনিয়ম প্রতিরোধ) বিলে সম্মতি দিল রাজ্যসভা। ৬ ফেব্রুয়ারি ওই বিল লোকসভায় পাশ হয়।
এ দিন ওই বিলটি রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হয়। কয়েক জন বিরোধী সাংসদ সংশোধনের প্রস্তাব দিলেও তা খারিজ হয়েছে। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এক প্রশ্নের জবাবে বলেন, ‘‘কয়েক জনের হাতে যুবশক্তিকে বলি হতে দেওয়া যায় না। আমরা যোগ্য চাকরিপ্রার্থী ও পড়ুয়াদের এই আইনের আওতার বাইরে রেখেছি। ফলে নতুন আইনে যুবক-যুবতীদের হেনস্থা করার প্রশ্ন নেই। তাঁদের ও দেশের ভাগ্য নিয়ে যারা খেলা করছে, এই আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
এই বিলে সরকারি চাকরিতে অনিয়ম ও জুয়াচুরির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে।
পাশাপাশি এ দিন জম্মু-কাশ্মীর সংক্রান্ত তিনটি বিলও পাশ হয়েছে রাজ্যসভায়। এর মধ্যে একটি বিলে পাহাড়ি-সহ কয়েকটি সম্প্রদায়কে তফসিলি জনজাতির তালিকাভুক্ত করা হয়েছে। অন্য একটি বিলে বাল্মীকি-সহ কয়েকটি সম্প্রদায়কে দেওয়া হয়েছে তফসিলি জাতির মর্যাদা। তৃতীয় বিলে জম্মু-কাশ্মীরের পুরসভা ও পঞ্চায়েতে তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষণ চালু করেছে কেন্দ্র। সংবাদ সংস্থা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)