রেল লাইন থেকে উদ্ধার হল চার জনের দেহ। রেলরক্ষী বাহিনী (আরপিএফ) জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা এবং দুই শিশু। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘটনা।
চক্রধরপুর বিভাগের আরপিএফের কমান্ডান্ট পি শঙ্কর কুট্টি জানিয়েছেন, কেন্দাপোসি এবং তালাবুরু স্টেশনের মাঝে এই ঘটনা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, চার জনকে খুন করা হয়েছে। তার পর দেহগুলি রেল লাইনে ফেলে দেওয়া হয়েছে। এখনও দেহ শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন:
পুলিশ মনে করছে, চার জন একই পরিবারের। সম্ভবত পারিবারিক কারণে খুন করা হয়েছে তাঁদের।