Advertisement
০৬ ডিসেম্বর ২০২৩

চিকিৎসককে অপহরণ

৬ জুলাই দিল্লির ডা. শ্রীকান্ত গৌড় প্রীতবিহার মেট্রো স্টেশনের কাছ থেকে ওলা ট্যাক্সিতে ওঠেন। তাঁকে অপহরণ করে, ৭ জুলাই ৫ কোটি টাকার মুক্তিপণ চেয়ে ফোন যায় ওলার কলসেন্টারে। জানা গেছে, অপহরণকারীরা ওলা’তে কাজ করত। কোম্পানিকে শিক্ষা দিতেই এই কাণ্ড।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ০৪:০৮
Share: Save:

১৩ দিনের অপহরণ নাটকে যবনিকা পড়ল বুধবার বিকেলে। ওলা ক্যাবে অপহৃত ডাক্তারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেল। মেরঠে ধরা পড়ল চার অপহরণকারী। কাণ্ডের মূল পাণ্ডা পলাতক।

৬ জুলাই দিল্লির ডা. শ্রীকান্ত গৌড় প্রীতবিহার মেট্রো স্টেশনের কাছ থেকে ওলা ট্যাক্সিতে ওঠেন। তাঁকে অপহরণ করে, ৭ জুলাই ৫ কোটি টাকার মুক্তিপণ চেয়ে ফোন যায় ওলার কলসেন্টারে। জানা গেছে, অপহরণকারীরা ওলা’তে কাজ করত। কোম্পানিকে শিক্ষা দিতেই এই কাণ্ড।

বুধবার বিকেলে, মেরঠের শতাব্দীনগর এলাকায় অপহরণকারীদের ধরে ফেলে পুলিশদল। তিন-চার রাউন্ড গুলি বিনিময়ের পর ডাক্তারকে উদ্ধার করে পুলিশরা। এক অপহরণকারীর পায়ে গুলি লেগেছে। দুষ্কৃতীদের নাম অনুজ, সুশীল, প্রদীপ, নেপাল, অমিত, গৌরব, বিবেক আর প্রমোদ। অনুজ এই চক্রের পাণ্ডা। সুশীল তারই ভাই। মূল চক্রীকে ধরতে মেরঠ জেলায় ব্যাপক তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE