ছত্তীসগঢ়ের সুকমায় আইইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর শিবির উড়িয়ে দেওয়ার ছক কষেছিল নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। কড়া নজরদারির কারণে সেই পরিকল্পনা ভেস্তেও গিয়েছিল। এ বার গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এবং ছত্তীসগঢ় পুলিশ অভিযান চালিয়ে ওই নাশকতার পরিকল্পনায় জড়িত চার মাওবাদীকে গ্রেফতার করল।
সুকমা জেলা পুলিশের তরফে, জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে একটি টিফিনবাক্স-বোমা এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। শুক্রবার জাগারগুন্ডা থানা এলাকার বোদাঙ্গুডা গ্রামের অদূরে তমু জোগা (২৫), পুনেম বুধরা (২৪), মাদকাম ভীমা (২৩) এবং মিডিয়াম আয়তু (২৪) নামে ওই চার মাওবাদী জঙ্গিকে পাকড়াও করা হয়। তাঁরা গত ২৯ জুন সুকমা জেলারই বেদরেতে নিরাপত্তা বাহিনীর শিবিরে তাঁরা বিস্ফোরক বসিয়েছিলেন বলে পুলিশের দাবি।
আরও পড়ুন:
মাওবাদী নেতা-কর্মীদের মূল স্রোতে ফেরাতে গত বছর ছত্তীসগঢ় পুলিশ ‘নিয়া নার নিয়া পুলিশ’ (আমাদের গ্রাম, আমাদের পুলিশ) প্রচার কর্মসূচি শুরু করেছিল। তার আগে ২০২০ সালের জুনে শুরু হয়েছিল ‘লোন ভারাতু’ (গোন্ড ভাষায় যার অর্থ ‘তোমার বাড়ি ফিরে যাও’) পুনর্বাসন কর্মসূচি। পাশাপাশি, পিএলজিএ জঙ্গিদের বিরুদ্ধে বস্তার ডিভিশনের ছ’টি জেলায় ধারাবাহিক ভাবে চলছে যৌথবাহিনীর অভিযান। তাতে নিহত হয়েছেন সংগঠনের শীর্ষস্তরের নেতা-নেত্রী-সহ কয়েকশো জঙ্গি। আত্মসমর্পণ করেছেন হাজারের বেশি মাওবাদী জঙ্গি।