তাজমহল চত্বরের শাহি মসজিদে নমাজ পড়ার অভিযোগে বুধবার চার পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দাঙ্গা বাধানোয় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে তরজা।
তাজমহলের ইন্তেজামিয়া কমিটির প্রধান ইব্রাহিম জাইদি বলেন, ‘‘আগে তাজমহলে মানুষ নমাজ পড়তে পারতেন। কিন্তু এখন এএসআই কেবলমাত্র শুক্রবার নমাজ পড়ার অনুমতি দেয়।’’ পাল্টা জবাব দিয়েছেন ‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)’ এর আগরা সার্কলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট রাজকুমার পটেলের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশেই তাজ চত্বরে নমাজ পড়া বন্ধ হয়েছে।