ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর চার জন গ্রেফতার পাকিস্তানে। বুধবার করাচির কুয়াইদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁদের। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, এমনটাই দাবি করেছে পাক পুলিশ। সিন্ধ প্রদেশের বিশেষ তদন্তকারী দলের এসএসপি মহম্মদ শোয়েব মেমন জানান, গোপন সূত্র মারফত খবর পেয়ে তাঁরা অভিযান চালিয়েছিলেন। সেই অভিযানে ধরা পড়েন চার জন। ধৃতদের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর যোগ রয়েছে।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের নাম মহম্মদ খান ওরফে গুল্লু, ইয়ামিন মালাহ, আখতার থাহিম, গুলাম কাদির ওরফে আকাশ। তাঁরা গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন এসএসপি। মেমন জানিয়েছেন, ধৃতদের থেকে দু’টি হ্যান্ড গ্রেনেড, একটি কালাশনিকভ রাইফেল, দু’টি পিস্তল এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এ ছাড়াও তাঁদের কাছ থেকে সংবেদনশীল ডিজিটাল তথ্য উদ্ধার হয়েছে। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসএসপি। তিনি বলেন, ‘‘সন্দেহভাজনেরা পাকিস্তানের বিভিন্ন স্পর্শকাতর জায়গার ভিডিয়ো করে তা ‘র’-কে পাঠাত। এর জন্য বিশেষ ধরনের সফ্টঅয়্যার ব্যবহার করত ওরা।’’
পুলিশ আধিকারিকের আরও দাবি, অভিযুক্তেরা জেরা জানিয়েছেন, তাঁরা ‘র’ এবং সীমান্ত এলাকায় বিএসএফ আধিকারিকদের সঙ্গে দেখা করতেন। এর জন্য বিপুল টাকাও পেয়েছেন অভিযুক্তেরা।