Advertisement
E-Paper

আমার ছেলে তৈরি করেছে ফ্রিডম ২৫১! হতবাক মুদি দোকানি বাবা

গঢ়িপুখতার মুদি দোকানে ক্যাশবাক্সের সামনে বসে রোজকার মতোই ব্যবসা সামলাচ্ছেন রাজেশ গোয়েল। ছেলে মোহিতকে নিয়ে ভারতময় এখন হইচই। বাবা রাজেশ বুঝতে পেরেছেন ছেলে বড় একটা কিছু করেছে। কিন্তু স্মার্ট ফোন ঠিক কী বস্তু আর ২৫১ টাকা হওয়াটা ঠিক কতটা বিষ্ময়কর, তা এখনও মাথায় ঢোকেনি উত্তরপ্রদেশের অখ্যাত শহরের এই মুদি দোকানির।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৪

গঢ়িপুখতার মুদি দোকানে ক্যাশবাক্সের সামনে বসে রোজকার মতোই ব্যবসা সামলাচ্ছেন রাজেশ গোয়েল। ছেলে মোহিতকে নিয়ে ভারতময় এখন হইচই। বাবা রাজেশ বুঝতে পেরেছেন ছেলে বড় একটা কিছু করেছে। কিন্তু স্মার্ট ফোন ঠিক কী বস্তু আর ২৫১ টাকা তার দাম হলে ব্যাপারটা ঠিক কতটা বিষ্ময়কর, তা এখনও পুরোপুরি মাথায় ঢোকেনি উত্তরপ্রদেশের অখ্যাত শহরের এই মুদি দোকানির। তবে সব মিলিয়ে চারদিকে যে হইচই ফ্রিডম-২৫১ স্মার্ট ফোন ঘিরে, তাতে গোয়েল পরিবার এখন ঘোরের মধ্যে।

মাত্র ২৫১ টাকায় স্মার্ট ফোন দেওয়ার কথা ঘোষণা করে দেশজোড়া হইচই ফেলে দিয়েছে যে ‘রিংগিং বেলস’, মোহিত গোয়েল সেই সংস্থার এমডি। বাবা রাজেশ গোয়েলকেও সংস্থার বোর্ড অব ডায়রেক্টরস-এ ঢুকিয়ে নিয়েছেন মোহিত। মূলধন ছিল না বলে বাবার কাছে থেকে টাকা ধার নিয়েই তো তিনি রিংগিং বেলস খুলেছিলেন। দোকান সামলানোর ফাঁকেই রাজেশ জানালেন, ছেলে জীবনে বড় কিছু করবে, সে কথা জানাই ছিল। কিন্তু মোবাইল ফোন নির্মাতা সংস্থা খোলার জন্য যখন টাকা ধার দিয়েছিলেন, তখনও বুঝতে পারেননি এই সংস্থাই গোটা ভারতকে চমকে দেবে। আলোচনার বিষয় হয়ে উঠবে গোটা বিশ্বের মিডিয়ার কাছে।

আরও পড়ুন:

মাত্র ৬৮ টাকায় আইফোন ৫এস কিনলেন যুবক!

উত্তরপ্রদেশের শামলি জেলার গঢ়িপুখতাতেই বড় হয়েছেন মোহিত। একটু বড় হওয়ার পর স্কুল, পড়াশোনা আর খেলাধুলার ফাঁকে, বাবাকে দোকান সামলানোর কাজে সাহায্যও করত কিশোর মোহিত। আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলের সঙ্গে কোনও ফারাক ছিল না জীবনযাত্রায়। স্কুলের গন্ডি পেরনোর পর নয়ডার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। রাজেশ বললেন, ‘‘শেষ বার যখন বাড়ি এল, তখনই বলেছিল একটা কোম্পানি খোলার জন্য টাকা দরকার। আমি টাকা ধার দিই। তার পর ও জানিয়েছিল, ও একটা মোবাইল ফোন তৈরির কোম্পানি খুলেছে। তখনও বুঝতে পারিনি ব্যাপারটা ঠিক কী? এখন বুঝতে পারছি, বেশ বড়সড় কিছু একটা করেছে।’’

Ringing Bells Freedom 251 Mohit Goel Rajesh Goel Grocery Shop MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy