Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National

শনিবার থেকে এই ৭ বিমানবন্দরে ট্যাগ, স্ট্যাম্প লাগাতে হবে না হ্যান্ড ব্যাগেজে

কলকাতা, দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু সহ দেশের অন্যতম প্রধান ৭টি বিমানবন্দরে এপ্রিলের ১ তারিখ থেকে যাত্রীদের হ্যান্ড ব্যাগেজের ওপর আর স্ট্যাম্প ও ট্যাগ লাগাতে হবে না। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। আমদাবাদ, কোচিন ও হায়দরাবাদ বিমানবন্দরেও ওই নিয়ম চালু হবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ২২:০৪
Share: Save:

নিরাপত্তার ‘বজ্র আঁটুনি’ থেকে কিছুটা স্বস্তি মিলল বিমানযাত্রীদের। দেশের অন্যতম প্রধান ৭টি বিমানবন্দরে।

কলকাতা, দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু সহ দেশের অন্যতম প্রধান ৭টি বিমানবন্দরে এপ্রিলের ১ তারিখ থেকে যাত্রীদের হ্যান্ড ব্যাগেজের ওপর আর স্ট্যাম্প ও ট্যাগ লাগাতে হবে না। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। আমদাবাদ, কোচিন ও হায়দরাবাদ বিমানবন্দরেও ওই নিয়ম চালু হবে।

কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) ডিরেক্টর জেনারেল ও পি সিংহ বলেছেন, ‘‘ওই পুরনো পদ্ধতির বদলে আমরা এমন একটি পদ্ধতি চালু করছি, যাতে ওই সাতটি বিমানবন্দরে যাত্রীদের অসুবিধা কিছুটা লাঘব হয়। বিমানবন্দরে চেকিং যেন আর যাত্রীদের যন্ত্রণার কারণ না হয়ে দাঁড়ায়।

ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি আগেই এই প্রস্তাব দিয়েছিল। কিন্তু তার জন্য যাতে নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক না থেকে যায়, তা নিশ্চিত করার ব্যবস্থা করা হোক বলে সিআইএসএফের তরফে বার বার অনুরোধ জানানো হচ্ছিল। বলা হচ্ছিল সে ক্ষেত্রে নিশ্ছিদ্র বিকল্প পদ্ধতি চালু করা হোক। তার প্রক্রিয়া বেঙ্গালুরু বিমানবন্দরে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এপ্রিলের ১ তারিখ থেকে কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ দেশের অন্যতম প্রধান ৭টি বিমানবন্দরেই চালু হবে নতুন পদ্ধতি।

আরও পড়ুন- বার বার হামলা কেন? ভারতীয় দূতকে তলব করে জানতে চাইল নাইজিরিয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Air Travel Hand Baggage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE