গজেন্দ্র চৌহানকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর দাবিতে পুণে এফটিআইআই-এর পড়ুয়াদের আন্দোলনের তীব্র সমালোচনা করা হল আরএসএস-এর মুখপত্রে। বিজেপির মতাদর্শে বিশ্বাসী বলেই চৌহানকে এ ভাবে হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি করা হয়েছে তাতে। গত কাল মুখপত্রে প্রকাশিত প্রবন্ধে আন্দোলনরত পড়ুয়াদের ‘হিন্দু-বিরোধী’ বলে সমালোচনা করেছিল তারা। নিয়োগের ক্ষেত্রে সরকারি অধিকারের কথা তুলে রবিবার মুখপত্রে তারা বলেছে, চৌহানকে কাজ করে দেখানোর একটা অন্তত সুযোগ দেওয়া উচিত। আরএসএস-এর কথায়, ‘‘সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকেরই নির্দিষ্ট কোনও মতাদর্শে বিশ্বাস রাখার অধিকার আছে। যত ক্ষণ না তা জাতীয় স্বার্থে আঘাত করছে, তত ক্ষণ কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করা যায় না।’’