তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে দেশের প্রথম পুলিশকর্মী হতে পারতেন তিনি। কিন্তু, সরকারি ফাঁসেই তা আটকা পড়ে যায়। বছর দুয়েকের আইনি লড়াইয়ের পর অবশেষে তাঁর স্বপ্নপূরণ হতে চলেছে গঙ্গা কুমারীর। দেশের মধ্যে না হলেও রাজস্থানের প্রথম তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে মঙ্গলবার কনস্টেবলের চাকরিতে যোগ দিলেন জালোর জেলার রানিওয়াড়ার বাসিন্দা গঙ্গা।
২০১৫ সালে রাজ্য পুলিশের কনস্টেবলের ১১ হাজার ৪০০টি শূন্যপদের জন্য পরীক্ষা হয়। সে পরীক্ষায় বসেছিলেন গঙ্গা। তাতে কৃতকার্যও হয়েছিলেন। কিন্তু, লিখিত পরীক্ষার পর মেডিক্যাল টেস্টের রিপোর্টেই আটকে যায় তাঁর নিয়োগ। মেডিক্যাল টেস্টে জানা যায়, গঙ্গা পুরুষ বা মহিলা নন। বরং বৃহণ্ণলা। সে রিপোর্ট পাঠানো হয় জালোর জেলা পুলিশ কার্যালয়ে। সেখান থেকে তা পাঠিয়ে দেওয়া হয় জোধপুর রেঞ্জের আইজিপি-তে। সেখান থেকে তাঁর ফাইল যায় রাজ্য পুলিশের সদর দফতরে। ২০১৫-র জুলাই থেকে তা রাজ্যের স্বরাষ্ট্র দফতরে লালফিতের ফাঁসেই আটকে ছিল। কারণ, ওই রিপোর্ট দেখে গঙ্গাকে নিয়োগপত্র দিতে অস্বীকার করে রাজ্য পুলিশ দফতর। বেশ টালবাহানার পর দফতর থেকে গঙ্গাকে জানানো হয়, এ বিষয়ে সরকারি নিয়ম নিয়েই বিস্তর ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন