Advertisement
২৯ মার্চ ২০২৩
Murder

বাড়ির দরজায় গুলি করে খুন গ্যাংস্টার রাজু ঠেঠকে! প্রাণ হারালেন এক পথচারীও

ফেসবুকে বিবৃতি দিয়ে এই ঘটনার দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য। রাজুর বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে। এখন জামিনে জেলের বাইরে ছিলেন তিনি।

শনিবার রাজস্থানের সিকার জেলায় পিপরালি নিজের বাড়ির ফটকে নিহত রাজু ঠেঠ নামে ওই দুষ্কৃতী।

শনিবার রাজস্থানের সিকার জেলায় পিপরালি নিজের বাড়ির ফটকে নিহত রাজু ঠেঠ নামে ওই দুষ্কৃতী। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ১৪:৫১
Share: Save:

বাড়ির ফটকেই গ্যাংস্টারকে এলোপাথাড়ি গুলি চার জনের। শনিবার রাজস্থানের সিকার জেলায় পিপরালি নিজের বাড়িতে নিহত রাজু ঠেঠ নামে ওই দুষ্কৃতী। জানিয়েছেন উদ্যোগ নগর থানার সুপার কুঁওয়ার রাষ্ট্রদ্বীপ। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পথচারীও। আহত আরও এক জন। ফেসবুকে বিবৃতি দিয়ে এই ঘটনার দায় নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য। রাজুর বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে। এখন জামিনে জেলের বাইরে ছিলেন তিনি।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। এই ঘটনার পরেই হরিয়ানা এবং ঝুনঝুনু সীমানা বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সিকার জেলায় বন্‌ধ ডেকেছে ঠেঠের অনুগামীরা। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গিয়েছে তারাচাঁদ কাদওয়াসারা। তাঁর এক আত্মীয় আহত। গুলি ছোড়ার সময় ওই এলাকার েক কোচিং সেন্টারে গিয়েছিলেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভয়ঙ্কর অপরাধী আনন্দপাল সিংহের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই রাজু। ২০১৭ সালের জুনে পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছিলেন আনন্দপাল। রাজুর খুনের কিছু ক্ষণ পরেই ফেসবুকে পোস্ট দিয়ে দায় স্বীকার করেছেন রোহিত গোদারা নামে এক ব্যক্তি। রোহিত নিজেকে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছেন। পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে খুনের ষড়যন্ত্র করার অভিযোগে লরেন্স এখন জেলে। রোহিত জানিয়েছেন, আনন্দপাল এবং বলবীর বানুদার মৃত্যুর প্রতিশোধ নিতেই রাজুকে খুন। আনন্দপালের গোষ্ঠীর সদস্য ছিলেন বলবীর। ২০১৪ সালে বিকানের জেলে গোষ্ঠীসংঘর্ষের কারণে খুন হয়েছিলেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.