নোংরা ফেলার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে কোভিডে মৃতের দেহ। ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁওয়ে হাসপাতাল থেকে এ ভাবেই দেহ সৎকার করতে নিয়ে যাওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, পিপিই কিট পরা চার সাফাইকর্মী এক জনের দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য নোংরা ফেলার গাড়িতে এনে তুলে রাখলেন। সেখানকার প্রধান মেডিক্যাল অফিসার বলেছেন, ‘‘গাড়ির ব্যবস্থা করা নগর পঞ্চায়েতের কাজ।’’
করোনার প্রথম পর্বে যা ছিল, দ্বিতীয় পর্বে তার থেকে খারাপ পরিস্থিতির তৈরি হয়েছে ছত্তীসগঢ়ে। দৈনিক সংক্রমণ সেখানে ১০ হাজারে ছুঁয়েছিল আগের সপ্তাহেই। এ সপ্তাহে তা ১৫ ছাড়াচ্ছে। দৈনিক মৃত্যু বুধবার ১৫০ ছাড়িয়েছে সে রাজ্যে। সক্রিয় রোগী বাড়ায় হাসপাতালে রোগীদের রাখার ব্যবস্থা করা যাচ্ছে না।