অপ্রচলিত ও পরিবেশবান্ধব জ্বালানির উৎস হিসেবে হাইড্রোজেনের গুরুত্ব যথেষ্ট। নানা দেশে কৃত্রিম উপায়ে হাইড্রোজেন তৈরির ব্যবস্থা হয়েছে। আন্দামান দ্বীপপুঞ্জে হাইড্রোজেনের প্রাকৃতিক উৎসের সন্ধান মিলল এ বার। বৃহস্পতিবার ভূতত্ত্ব সর্বেক্ষণের ডিরেক্টর জেনারেল অসিত সাহা বলেন, “আমরা এবং ধানবাদের আইআইটি-আইএসএম যৌথ ভাবে আন্দামানে সমীক্ষা করেছিলাম। সম্প্রতি তাতে সদর্থক ফল মিলেছে।’’ তবে কোথায় সেই উৎস, কত পরিমাণে হাইড্রোজেনের সঞ্চয় মিলেছে, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি তিনি। বলেছেন, “এখনও সে সব বিস্তারিত ভাবে বলার সময় আসেনি।”
প্রসঙ্গত, যৌথ ভাবে হাইড্রোজেন সন্ধানের কথা ভূতত্ত্ব সর্বেক্ষণ এবং আইআইটি-আইএসএম ঘোষণা করেছিল জানুয়ারিতে। এ ব্যাপারে দু’পক্ষের একটি সমঝোতাপত্রও (মউ) স্বাক্ষরিত হয়। সূত্রের খবর, ওই মউয়ের ভিত্তিতেই সমীক্ষা চালানো হয়েছিল দ্বীপপুঞ্জে। ডিজি জানান, কৃত্রিম ভাবে হাইড্রোজেন প্রস্তুত করা ব্যয়সাপেক্ষ। সে দিক থেকে প্রাকৃতিক হাইড্রোজেনের ভাঁড়ার মিললে তা দেশে পরিবেশবান্ধব জ্বালানির ক্ষেত্রে বড় প্রাপ্তি হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)