Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Leopard attack

মন্দির যাওয়ার পথে বিপদ! চিতাবাঘের আক্রমণে প্রাণ গেল নাবালিকার

চিতাবাঘের আক্রমণে এক নাবালিকার মৃত্যু হল। ঘটনাটি উত্তরপ্রদেশের। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

representative photo of leopard

উত্তরপ্রদেশে চিতাবাঘের হানায় মৃত্যু হল নাবালিকার। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫১
Share: Save:

চিতাবাঘের আক্রমণে মৃত্যু হল ১৪ বছরের এক নাবালিকার। ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনৌরের। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে মন্দির যাচ্ছিল অদিতি নামের ওই নাবালিকা। সেই সময়ই একটি চিতাবাঘের আক্রমণের মুখে পড়ে ওই নাবালিকা। চিতাবাঘকে দেখে চিৎকার জুড়ে দেন ওই নাবালিকা এবং তার মা। তার পরই ঘটনাস্থলে ছুটে যান এলাকাবাসী। এর পরই পালিয়ে যায় চিতাবাঘটি। এমনটাই জানিয়েছেন সার্কেল অফিসার সংগ্রাম সিংহ।

গুরুতর জখম অবস্থায় নাবালিকাকে তড়িঘড়ি একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ছোটা কিরাটপুর গ্রামের বাসিন্দা ছিল ওই নাবালিকা। চিতাবাঘের আক্রমণে প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leopard attack Leopard national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE