Advertisement
০৭ মে ২০২৪
Assembly Election 2022

Assembly Election 2022: গোয়ায় ভোটপ্রচারে কোভিডবিধি ভেঙেছেন প্রিয়ঙ্কা, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

সোমবার প্রিয়ঙ্কা বলেন, ‘‘আম আদমি পার্টি, তৃণমূলের মতো দল গোয়াবাসীকে স্থায়ী সরকার দিতে পারবে না। কারণ, তারা গোয়ায় বহিরাগত।’’

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৬
Share: Save:

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর বিরুদ্ধে গোয়ায় ভোটপ্রচারে কোভিডবিধি ভাঙার অভিযোগ তুলল তৃণমূল। মঙ্গলবার গোয়া তৃণমূলের সহ-সভাপতি কিশোর নরভেকর সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে প্রিয়ঙ্কার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তৃণমূলের অভিযোগ, সোমবার প্রিয়ঙ্কার সভায় হাজির কংগ্রেস নেতা-কর্মীদের অনেকে মাস্ক ছাড়াই ভোটপ্রচারে অংশ নেন। চিঠিতে লেখা হয়েছে, ‘কংগ্রেস সাধারণ সম্পাদকের সভায় যথেষ্ট ভিড় হয়েছিল এবং দূরত্ববিধি মানা হয়নি। গোয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে যা উদ্বেগের।’ নির্বাচনী বিধিভঙ্গের জন্য প্রিয়ঙ্কার বিরুদ্ধে পদক্ষেপেরও দাবি জানিয়েছে তৃণমূল। এমনকি, সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের স্বীকৃতি বাতিলেরও দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত দু’মাসে গোয়ায় গিয়ে ধারাবাহিক ভাবে তৃণমূলকে নিশানা করেছেন প্রিয়ঙ্কা। সোমবার সান্তাক্রুজের সভায় তিনি বলেন, ‘‘আম আদমি পার্টি (আপ), তৃণমূলের মতো দল গোয়াবাসীকে স্থায়ী সরকার দিতে পারবে না। কারণ, তারা গোয়ায় বহিরাগত।’’ পাশাপাশি, গোয়ার মানুষকে তিনি অনুরোধ করেছন, বাইরে থেকে আসা রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আগে তাঁরা যেন দেখে নেন, ওই দলগুলি যে রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে তারা কী কাজ করেছে।

প্রসঙ্গত, ৪০ আসনের গোয়া বিধানসভায় এ বার ৩৭টিতে লড়ছে কংগ্রেস। সহযোগী গোয়া ফরওয়ার্ড পার্টিকে তারা ৩টি আসন ছেড়েছে। অন্য দিকে, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)-র সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ছে তৃণমূল। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ার সবগুলি আসনে এক দফাতেই ভোটগ্রহণ হবে। আগামী ১০ মার্চ উত্তরপ্রদেশ-সহ বাকি চার রাজ্যের সঙ্গেই হবে গণনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE