Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Mumbai Airport

Gold Seize: কফির সঙ্গে সোনা বেরচ্ছে ফ্লাস্ক থেকে! চমকে গেলেন মুম্বই বিমানবন্দরের শুল্ক অফিসাররা

রবিবার শারজা থেকে মুম্বই বিমানবন্দরে নেমেছিলেন কেনিয়ার বেশ কয়েক জন মহিলা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে এই সোনা।

কফির ফ্লাক্সে সোনা।

কফির ফ্লাক্সে সোনা। ছবি ভিডিয়ো থেকে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৩:১৬
Share: Save:

কফির ফ্লাস্ক খুলে কাপে ঢালা হচ্ছে। কফির সঙ্গে বেরিয়ে আসছে সোনার টুকরো। এ ভাবেই ফ্লাস্ক থেকে বেশ কয়েকটি সোনার টুকরো বের হয়ে পড়ল কফি কাপে। রবিবার ঘটনাটি ঘটেছে মুম্বই বিমানবন্দরে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

রবিবার শারজা থেকে মুম্বই বিমানবন্দরে নেমেছিলেন কেনিয়ার বেশ কয়েক জন মহিলা। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকেই কয়েক কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক দফতরের অফিসাররা। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

বিষয়টি নিয়ে শুল্ক দফতরের এক অফিসার জানিয়েছেন, বিমানবন্দরে কেনিয়ার ১৮ জন মহিলার তল্লাশি হয়েছিল। তাঁদের কাছ থেকেই ৩.৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য এক কোটি ৫২ লক্ষ টাকা। কফির ফ্লাস্কের পাশাপাশি জুতোতে, অন্তর্বাসেও ওই মহিলারা সেই সোনা লুকিয়ে রেখেছিলেন। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai Airport Gold Smuggling seize
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE