Advertisement
E-Paper

গৌরবের দাবি ওড়ালেন গৌতম

জাতীয় নাগরিক পঞ্জী নিয়ে অসমে বিতর্ক অব্যাহত। রাজ্যে এক জনও বাংলাদেশি এখন নেই বলে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে তথা সাংসদ গৌরব গগৈয়ের দাবি উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা গৌতম রায়। আজ হাইলাকান্দির নজরুল সদনে এক অনুষ্ঠানে গৌতমবাবু বলেন, ‘‘অসমে বাংলাদেশি নেই তা বলব না। তবে, তাঁদের সংখ্যা আগের মতো নয়। আগে অনেক বাংলাদেশি এখানে কাজ করতেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৩:২৭

জাতীয় নাগরিক পঞ্জী নিয়ে অসমে বিতর্ক অব্যাহত। রাজ্যে এক জনও বাংলাদেশি এখন নেই বলে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে তথা সাংসদ গৌরব গগৈয়ের দাবি উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা গৌতম রায়। আজ হাইলাকান্দির নজরুল সদনে এক অনুষ্ঠানে গৌতমবাবু বলেন, ‘‘অসমে বাংলাদেশি নেই তা বলব না। তবে, তাঁদের সংখ্যা আগের মতো নয়। আগে অনেক বাংলাদেশি এখানে কাজ করতেন। এখন সীমান্তে কড়াকড়ি বেড়েছে। তাই অনুপ্রবেশের ঘটনা কমেছে।’’ জাতীয় নাগরিক পঞ্জীর নবীকরণের ক্ষেত্রে ২০১৪ সালকে ভিত্তিবর্ষ করার দাবিতেও অনড় গৌতমবাবু। তাঁর বক্তব্য, মানবিকতার কথা ভেবেই এই পদক্ষেপ করা হোক। এ দিন মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পে হাইলাকান্দির তাঁত ও বয়নশিল্পের সমবায় সমিতিকে কম্পিউটার ও এমএসডিপি-র অধীনে গরিবদের রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌতমবাবু।

Goutam Roy Gautam Gogoi hailakandi tarun gogoi Assam bangladesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy