ছিল শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ জানানোর ফোন নম্বর। সরকারি সেই টোল ফ্রি নম্বরেই যৌনকর্মী চেয়ে রাত-দিন ফোন। ছড়িয়ে পড়ল পর্নোগ্রাফি সাইটে। শেষমেষ ওই নম্বর বন্ধই করে দিতে বাধ্য হল কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন। চালু হয়েছে বিকল্প একটি নম্বর। পুলিশের দ্বারস্থ কমিশন।
প্রায় দু’বছর চালু থাকার পর গত সেপ্টেম্বর থেকেই বন্ধ ওই নম্বর। কিন্তু ফের সেই নম্বরই ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন কমিশনের কর্তারা। কারণ বিকল্প নম্বর চালু হলেও তা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে মনে করছে কমিশন।
শিশুদের উপর যৌন নির্যাতন রুখতে পকসো আইনে ২০১৬ সালে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে এই টোল ফ্রি নম্বর চালু হয়। টেলিফোনে অভিযোগ দায়ের করতেই ওই ১০৯৮ নম্বরটি চালু করা হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই ফোনে প্রতিদিন নানা ধরনের অবাঞ্ছিত ফোন আসতে থাকে। কেউ ফোন করে যৌনকর্মী চাইতে শুরু করেন। কেউ আবার যৌনকর্মীদের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন। এ ছাড়াও নানা ধরনের অশ্লীল কথাবার্তাও চলতে থাকে। কমিশনের এক কর্তা জানিয়েছেন, ‘‘নিয়মিত এই সমস্যা চলতে থাকায় আমরা বাধ্য হয়ে সেই নম্বর বন্ধ করে দিয়েছি।