Advertisement
E-Paper

তনুশ্রীর সঙ্গে সেটে কী হয়েছিল? ভাইরাল হল ১০ বছর আগের ভিডিও

এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ছবির সেটে তনুশ্রীকে নাচ শেখাচ্ছেন কোরিওগ্রাফার গণেশ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৩:৫১
তনুশ্রী দত্ত।

তনুশ্রী দত্ত।

মৌখিক অভিযোগ তুলেছিলেন বেশ কিছু দিন আগেই। শেষ পর্যন্ত নানা পটেকরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানার পাশাপাশি কোরিওগ্রাফার-পরিচালক গণেশ আচার্যের বিরুদ্ধেও মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ছবির সেটে তনুশ্রীকে নাচ শেখাচ্ছেন কোরিওগ্রাফার গণেশ। উপস্থিত রয়েছেন নানাও। বলি মহলের একটা অংশ মনে করছে, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটের ভিডিও এটি। সে দিনই নাকি ওই ঘটনা ঘটেছিল। যদিও তনুশ্রী এ ব্যাপারে মুখ খোলেননি। তবে আনন্দবাজার ডিজিটালের তরফে এই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি।

ঘটনাচক্রে, শুটিং সেরে শুক্রবার মুম্বই ফিরেছেন নানা। মুম্বই বিমানবন্দরে টিভি চ্যানেলের ক্যামেরার সামনে আরও এক বার তনুশ্রীর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। গাড়িতে উঠতে উঠতে নানা বলেন, ‘‘যেটা মিথ্যে, সেটা মিথ্যেই। দশ বছর আগেই আমি এর জবাব দিয়ে দিয়েছি।’’

আরও পড়ুন, ‘সেক্স সিন বিদেশে হলে অসাধারণ, আর আমরা করলে খারাপ!’

তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে নানা তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ করেন। তিনি প্রতিবাদ জানালে নানা একটি রাজনৈতিক দলের কর্মীদের ডেকে এনে তাঁর গাড়ি ভাঙচুর করান। সেই কাজে তাঁকে মদত জোগান গণেশ-সহ কয়েক জন।ওই ঘটনার জেরে থানায় তনুশ্রীর এ দিনের অভিযোগ। ইতিমধ্যেই তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন ফারহান আখতার, কাজল, প্রিয়ঙ্কা চোপড়া, আয়ুষ্মান খুরানার মতো তারকারা। এমনকি, কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গাঁধীও হলিউডের ধাঁচে ‘#মিটুইন্ডিয়া’ আন্দোলন শুরুর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

Tanushree vs Nana: Another eyewitness backs Tanushree FOLLOW @INSTABOLLYWOOD.FC #bollywood #shahrukhkhan #salmankhan #bollywoodactress #katrinakaif #priyankachopra #bollywoodfaroshion #varundhawan #aliabhatt #sonamkapoorkishaadi #kingkhan #bollywoodstyle #asian_dramaland #akshaykumar #jacquelinefernandez #shraddhakapoor #indian #kajol #sonakshisinha #tigershroff #instabollywoodfc

A post shared by insta bollywood.fc (@instabollywood.fc) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

তনুশ্রী দত্ত Tanushree Dutta Nana Patekar Police Sexual Harassment নানা পটেকর Bollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy