Advertisement
E-Paper

উচ্চ প্রাথমিকের বাকি ১২০০ বেশি শূন্যপদে নিয়োগ! ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা

৪ সেপ্টেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায় রায় দেন, ২০ নভেম্বরের মধ্যে বাকি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু তার পরও এক মাস অতিবাহিত। নিয়োগ হয়নি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৫:১০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কেটে গিয়েছে ১৬ মাসেরও বেশি সময়। উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং বিষয়ে কিছুই জানা যায়নি। নীরব রাজ্য সরকার। যদিও এরই মধ্যেই আট দফায় ১২,৭২৩ প্রার্থীর কাউন্সেলিং সম্পূর্ণ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শেষ হতে চলেছে ২০২৫, বাকি নিয়োগ কবে হবে, উঠছে প্রশ্ন।

উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের দাবি, ২০২৪ সালের ২৮ অগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল মেধাতালিকায় থাকা ১৪,০৫২ জনের নিয়োগ সুনিশ্চিত করতে হবে। তার পরই আট দফায় ১২,৭২৩ জনের কাউন্সেলিং সম্পন্ন করেছে এসএসসি।

শেষ বার অষ্টম দফার কাউন্সেলিং সম্পূর্ণ হয়েছে গত ১ অগস্ট। চলতি বছর ৪ সেপ্টেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায় রায় দেন, ২০ নভেম্বরের মধ্যে বাকি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু তার পরও এক মাস অতিবাহিত। নিয়োগ হয়নি।

জানা গিয়েছে, ওই নিয়োগের যে শূন্য পদে প্রয়োজন তা এসএসসির কাছে এখন‌ও পাঠায়নি স্কুল শিক্ষা দফতর। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের আহ্বায়ক সুশান্ত ঘোষ বলেন, “শিক্ষা মন্ত্রী বার বার জানিয়েছেন আদালতের নির্দেশ দিলে সাত দিনের মধ্যে নিয়োগ করা হবে। কিন্তু ৪ সেপ্টেম্বরে আদালতের নির্দেশ মানা হচ্ছে কোথায়? আমাদের দাবি, অবিলম্বে এই নির্দেশকে মান্যতা দিয়ে বাকি প্রার্থীদের দ্রুত নিয়োগ করা হোক।”

উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের অভিযোগ, গত ২০ নভেম্বর থেকে বার বার আদালতে গরহাজির থেকেছে রাজ্য। আইনজীবীর অনুপস্থিতিতে আদালত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠায়। ৪ ডিসেম্বর শুনানি ধার্য হয়েছিল। সেখানে অ্যাডভকেট জেনারেলকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু সে দিনও শুনানি হয়নি।

১ অগস্ট অষ্টম কাউন্সেলিংয়ের জন্য চাকরিপ্রার্থীদের ডেকে পাঠিয়েছিল এসএসসি। সে বার ৪৮ জন শিক্ষক পদপ্রার্থীর কাউন্সেলিং হয়। তার আগে মোট সাতটি দফায় দফায় কাউন্সেলিং সেরেছিল এসএসসি।

WBSSC WB Teachers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy