আমাদের জীবনে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। কোন কাজে কোন রঙের জামা পরে যাচ্ছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। এ ছাড়া রং আমাদের মনকে শান্ত রাখতেও সাহায্য করে। রঙের উপর অনেক কিছু নির্ভর করে বলেই কোনও শুভ কাজে কালো রঙের জামা পরতে নিষেধ করা হয়। জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশ সংখ্যাতত্ত্ব মতে, বিশেষ কিছু জন্মসংখ্যার জাতিকাদের কয়েকটি রঙের পোশাক পরা উচিত নয়। সেই রংগুলি তাঁদের জন্য শুভ নয় বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
১: সূর্যের সংখ্যা ১-এর জাতিকাদের নীল ও ছাই রং ব্যবহার করা উচিত নয়। তাঁদের ব্যক্তিত্বের উজ্জ্বলতা এই দুই রঙের প্রভাবে কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
২: ২ জন্মসংখ্যার জাতিকাদের উপর চাঁদের প্রভাব থাকে। এই সকল মহিলাদের কালো ও কালচে লাল রঙের পোশাক না পরাই ভাল। এর ফলে তাঁদের মনে অশান্তির সৃষ্টি হতে পারে।
৩: বৃহস্পতি দ্বারা পরিচালিত ৩ জন্মসংখ্যার জাতিকাদের কালো, গাঢ় নীল ও ধূসর রঙের পোশাক পরা উচিত নয়। এর ফলে এঁদের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা লোপ পায় বলে মনে করা হয়।
আরও পড়ুন:
৪: ৪ জন্মসংখ্যার জাতিকাদের পরিচালনা করে রাহু। এই সকল মহিলাদের সাদা, লাল ও উজ্জ্বল গোলাপি রং ব্যবহার করা উচিত নয় বলে মনে করা হচ্ছে। আবেগগত দিক দিয়ে এঁরা ভারসাম্য হারিয়ে ফেলেন।
৫: যে সকল জাতিকাদের জন্মসংখ্যা ৫, তাঁদের গাঢ় নীল ও ধূসর রঙের পোশাক ব্যবহার করা উচিত নয়। এঁদের উপর বুধের প্রভাব থাকে। এই দুই রং ব্যবহারে ৫ জন্মসংখ্যার জাতিকারা সঠিক ক্ষেত্রে সঠিক কথা বলে উঠতে পারেন না।
৬: ৬ জন্মসংখ্যার জাতিকাদের উপর শুক্রের প্রভাব থাকে। এই সকল মহিলাদের কালো ও ধূসর রঙের জামাকাপড় না পরাই ভাল বলে মনে করা হচ্ছে। এর ফলে এঁদের দিকে শুভ শক্তি আকৃষ্ট হওয়ার ক্ষমতা লোপ পায়।
আরও পড়ুন:
৭: কেতুর সংখ্যা ৭। এই জন্মসংখ্যার জাতিকাদের লাল, হলুদ ও বেগুনি রঙের পোশাক ব্যবহার এড়িয়ে চলা উচিত। এতে এঁদের মানসিক শান্তি বিঘ্নিত হয়।
৮: ৮ জন্মসংখ্যার জাতিকাদের উপর শনি গ্রহের প্রভাব থাকে। এই সকল মহিলাদের সাদা, হলুদ, লাল ও কমলা রং ব্যবহার করা অনুচিত। এই চার রং ব্যবহারের ফলে এঁরা রাগী ও অধৈর্য হয়ে পড়েন।
৯: মঙ্গল চালনা করে ৯ জন্মসংখ্যার জাতিকাদের। সাদা ও কালো রঙের পোশাক পরা থেকে এই সকল জাতিকাদের বিরত থাকা উচিত। না হলে এঁদের রাগ বৃদ্ধি পায় ও আবেগের উপর এঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।