Advertisement
০৭ মে ২০২৪
Assam

বয়স্ক পিতা-মাতার দেখভাল না করলে মাইনে কাটা যাবে সরকারি কর্মীদের

রাজ্য বাজেট পেশ করতে গিয়ে ‘ঐতিহাসিক’ প্রস্তাব রাখলেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কী সেই প্রস্তাব? সরকারি কর্মচারীরা যদি বৃদ্ধ পিতা-মাতার দেখভাল না করেন, তা হলে তাদের মাইনে থেকে টাকা কাটা হবে। আর সেই টাকা পাঠিয়ে দেওয়া হবে তার পিতা-মাতার অ্যাকাউন্টে।

'ঐতিহাসিক' প্রস্তাব!

'ঐতিহাসিক' প্রস্তাব!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১৫
Share: Save:

রাজ্য বাজেট পেশ করতে গিয়ে ‘ঐতিহাসিক’ প্রস্তাব রাখলেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কী সেই প্রস্তাব? সরকারি কর্মচারীরা যদি বৃদ্ধ পিতা-মাতার দেখভাল না করেন, তা হলে তাদের মাইনে থেকে টাকা কাটা হবে। আর সেই টাকা পাঠিয়ে দেওয়া হবে তার পিতা-মাতার অ্যাকাউন্টে। অসম বিধানসভায় গত মঙ্গলবার রাজ্য বাজেট পেশ করতে গিয়ে এই প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, “বয়স্ক বাবা-মার দেখাশুনা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। যদি কোনও সরকারি কর্মী তাঁর বাবা-মাকে অবহেলা করেন, তা হলে তাঁদের দেখাশুনা সরকারের কর্তব্য। সে ক্ষেত্রে সেই কর্মীর বেতন থেকে টাকা কেটে বাবা-মাকে দেওয়া হবে।”

বাজেট পেশ করার আগের মুহূর্ত। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (ডান দিকে) সঙ্গে মুখ্যমন্ত্রী সর্বনন্দ সোনওয়াল। ছবি- পিটিআই

বয়স্ক বাবা-মার প্রতি সন্তানদের অবহেলার অভিযোগ দেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অসমে বিজেপি সরকারের এই পদক্ষেপ বিভিন্ন মহলে প্রশংসা কুড়ালেও ভোট ব্যাঙ্ক বাঁচাতেই এই মরিয়া প্রচেষ্টা বলে অভিযোগ বিরোধীদের। বাজেটে ৫ লক্ষ কর্মচারীকে এক জোড়া করে খাদির পোশাক দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই পদক্ষেপও ভোটের দিকে তাকিয়েই।

আরও পড়ুন- গাড়ি চাপা দেওয়ার শাস্তি, হাসপাতালে আক্রান্তের অস্ত্রোপচার দেখতে হবে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam Himanta Biswa Sarma Budget
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE