গাড়ি পার্ক করা নিয়ে কয়েক জনের মধ্যে বচসা চলছিল। তার জেরেই পটনার বোরিং ক্যানাল রোডে কয়েক জন শূন্যে গুলি ছুড়েছেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার পরেই সেখান থেকে পালিয়ে গিয়েছেন অভিযুক্তেরা। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে গাফিলতির অভিযোগে ছয় পুলিশকর্মীকে সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে।
পুলিশ আধিকারিক সাকেত কুমার জানিয়েছেন, পটনার রাস্তায় একটি এসইউভি থেকে শূন্য গুলি ছোড়েন কয়েক জন। ঘটনাচক্রে, তখন ওই এলাকাতেই ছিলেন এডিজি (আইনশৃঙ্খলা) পঙ্কজ দারাদ। তিনি একটি বৈঠক সেরে ফিরছিলেন। অভিযুক্তদের আটকানোর জন্য শূন্যে গুলি ছোড়েন এডিজির রক্ষী। যদিও তাতে লাভ হয়নি। দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে গাড়ি চেপে পালিয়ে যান অভিযুক্তেরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্কিং নিয়ে বচসার জেরে বেশ কয়েক রাউন্ড গুলি শূন্যে ছুড়েছিলেন অভিযুক্তেরা।
পটনার এসএসপি অবকাশ কুমার জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। তাঁরা যে গাড়িতে চেপে পালিয়েছিলেন, তার নম্বর প্লেট ছিল না। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।