Advertisement
E-Paper

এপ্রিলে এক লক্ষ কোটি, জিএসটি আদায়ে নজির

চলতি অর্থবর্ষের প্রথম মাসেই (এপ্রিল) ১ লক্ষ কোটি টাকা ছাড়াল পণ্য-পরিষেবা কর (জিএসটি) আদায়। গত বছর জুলাইয়ে নতুন পরোক্ষ কর ব্যবস্থা চালু হওয়ার পরে এই প্রথম। এর আগে কোনও মাসে জিএসটি বাবদ এত টাকা আদায় হয়নি। গত অর্থবর্ষের শেষ মাস অর্থাৎ মার্চে তা ছিল ৮৯,২৬৪ কোটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০১৮ ০২:১৯
—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

চলতি অর্থবর্ষের প্রথম মাসেই (এপ্রিল) ১ লক্ষ কোটি টাকা ছাড়াল পণ্য-পরিষেবা কর (জিএসটি) আদায়। গত বছর জুলাইয়ে নতুন পরোক্ষ কর ব্যবস্থা চালু হওয়ার পরে এই প্রথম। এর আগে কোনও মাসে জিএসটি বাবদ এত টাকা আদায় হয়নি। গত অর্থবর্ষের শেষ মাস অর্থাৎ মার্চে তা ছিল ৮৯,২৬৪ কোটি।

এই অঙ্কে স্বভাবতই খুশি কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইট করে বলেন, ‘‘এক মাসে ১ লক্ষ কোটি জিএসটি আদায় একটি নতুন মাইল ফলক। দেশে আর্থিক লেনদেন বৃদ্ধি নিয়ে যে সমস্ত রিপোর্ট আগে প্রকাশিত হয়েছে, এই পরিসংখ্যান তাতেই সিলমোহর লাগাল।’’

গত মাসে মোট জিএসটি আদায় হয়েছে ১,০৩,৪৫৮ কোটি টাকা। তার মধ্যে কেন্দ্রের বসানো জিএসটি (সিজিএসটি) খাতে আদায় ১৮,৬৫২ কোটি, রাজ্যের ক্ষেত্রে (এসজিএসটি) তা ২৫,৭০৪ কোটি এবং সম্মিলিত জিএসটি (আইজিএসটি) খাতে ৫০,৫৪৮ কোটি।

এ ছাড়া সেস বাবদ আদায়ের পরিমাণ ছিল ৮,৫৫৪ কোটি টাকা। কেন্দ্রের দাবি, আদায়ের অঙ্কে এই বৃদ্ধিই প্রমাণ করছে যে, নতুন ওই কর ব্যবস্থা ক্রমশ স্থিতিশীল হচ্ছে।

এপ্রিলের সঙ্গেই ২০১৭-১৮ অর্থবর্ষের হিসেবও প্রকাশ করেছে কেন্দ্র। সেই সময়ে জিএসটি বাবদ মোট আদায় হয়েছে ৭.৪১ লক্ষ কোটি। মার্চ পর্যন্ত দেশে ৮৭.১২ লক্ষ সংস্থার মধ্যে ৬০.৪৭ লক্ষ সংস্থা তা জমা দিয়েছে বলেও জানিয়েছে সরকারি পরিসংখ্যান।

অবশ্য এপ্রিলে যে কর জমা পড়েছে, তা স্থির হয়েছে মার্চের লেনদেনের ভিত্তিতে। অনেকেই অর্থবর্ষের শেষ মাসে ওই বছরের বকেয়া করও মিটিয়ে দেন। তাই এপ্রিলের কর আদায়ের ধারা আগামী মাসগুলিতেও বজায় থাকবে, এমনটা ভাবা ঠিক হবে না বলে মত কেন্দ্রের।

GST SDT Collection GST Council Arun Jaitley
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy