Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National news

ধর্মীয়স্থানে ডিম! পোকেমন গো-কে নোটিশ জারি করল আদালত

ধর্মীয়স্থানে ডিম ‘দেখিয়ে’ ধার্মিক অনুভূতিতে আঘাত করার জন্য কাঠগড়ায় টেনে নিয়ে যাওয়া হল পোকেমনকে! ধর্মীয় মনোভাব রক্ষা করতে এবং জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতে এই অনলাইন গেম নিষিদ্ধ করার জন্য গুজরাত হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।

–ফাইল চিত্র।

–ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৩
Share: Save:

ধর্মীয়স্থানে ডিম ‘দেখিয়ে’ ধার্মিক অনুভূতিতে আঘাত করার জন্য কাঠগড়ায় টেনে নিয়ে যাওয়া হল পোকেমনকে!

ধর্মীয় মনোভাব রক্ষা করতে এবং জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতে এই অনলাইন গেম নিষিদ্ধ করার জন্য গুজরাত হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। বুধবার সেই মামলার পরিপ্রেক্ষিতে গুজরাত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ই-মেল মারফত সানফ্রান্সিসকোর পোকেমন গো-র ডেভেলপার সংস্থাকে নোটিস পাঠিয়েছে। নোটিস পাঠানো হয়েছে গুজরাত সরকার এবং কেন্দ্র সরকারকেও।

কয়েক দিন আগে অলয় দাভে বলে এক ব্যক্তি দেশে পোকেমন গো-কে নিষিদ্ধ করার অনুমতি চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। এই মামলার পিছনে তাঁর বক্তব্য ছিল, পোকেমন গো হিন্দু, জৈন-সহ বেশ কিছু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। এই অনলাইন খেলা কী ভাবে ধর্মীয় মনোভাবে আঘাত করছে তার ব্যাখ্যাতে তিনি জানান, পোকেমন গো খেলাতে পয়েন্ট হলে ধর্মীয় স্থানে একটা একটা ডিম জমেছে বলে দেখানো হয়। ডিম আমিষ হিসাবে গণ্য হয়। এই সমস্ত ধর্মীয়স্থানে আমিষ নিষিদ্ধ। এমন করার পিছনে পোকেমন গো-র ডেভেলপার সংস্থার অন্য কোনও অনুসন্ধি রয়েছে কি না তাও তিনি জানতে চেয়েছেন এই মামলায়। তার উপর মিসৌরির একটি ডাকাতির ঘটনার উল্লেখ করে তাঁর আইনজীবী নচিকেত দাভে জানান, পোকেমন গো খেলায় জিও-লোকেশন ট্র্যাকারের সাহায্যেই এই ডাকাতি ঘটেছিল। অর্থাৎ অনলাইন এই গেম ‘সার্ভিল্যান্স টুল’ হিসাবে ব্যবহৃত করে অনেক ঘটনা ঘটানো সম্ভব হওয়ায় জাতীয় নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়তে পারে। খুব তাড়াতাড়ি দেশে এই খেলা নিষিদ্ধ না করলে খুব বড় বিপদের সম্ভবনা রয়েছে বলে তিনি জানান। এর পরেই মামলার গুরুত্ব বিচার করে আদালত এই নোটিস জারি করেছে।

আরও পড়ুন: ওলার কীর্তি! গতি নাকি ঘণ্টায় ৫০০ কিমি, ভাড়া উঠল ৯ লক্ষ টাকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pokemon gujarat high court PIL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE