Advertisement
E-Paper

কোর্টের রায়ে বিপাকে টুকি

পূর্তমন্ত্রী থাকাকালীন টেন্ডার না ডেকে বেআইনি ভাবে বিভিন্ন নির্মাণ প্রকল্পের কাজ স্ত্রী ও অন্য আত্মীয়দের নামে থাকা সংস্থাকে দেওয়ার অভিযোগে অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কে শ্রীধর রাও ও বিচারপতি পি কে শইকিয়ার বেঞ্চ আজ ওই নির্দেশ দেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ০৩:১২

পূর্তমন্ত্রী থাকাকালীন টেন্ডার না ডেকে বেআইনি ভাবে বিভিন্ন নির্মাণ প্রকল্পের কাজ স্ত্রী ও অন্য আত্মীয়দের নামে থাকা সংস্থাকে দেওয়ার অভিযোগে অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কে শ্রীধর রাও ও বিচারপতি পি কে শইকিয়ার বেঞ্চ আজ ওই নির্দেশ দেয়। নাবাম টাগাম নামে অরুণাচলের এক বাসিন্দা এ নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন। পরে, নাবাম মামলা প্রত্যাহার করে নিতে চাইলে হাইকোর্ট বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে।

নাবাম অভিযোগ করেছিলেন, ২০০০ সালে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন তাদের বিভিন্ন নির্মাণ কাজের ভার অরুণাচল প্রদেশ পূর্ত দফতরকে দেয়। পূর্তমন্ত্রী থাকার সুবিধা নিয়ে টুকি শিলং, কলকাতা ও রোহতকে কেন্দ্রীয় বিদ্যালয়ের বিভিন্ন ভবন তৈরির কাজ স্ত্রী নাবাম ইয়ানি, শ্যালিকা নাবাম আকা ও নাবাম মেরি ও অন্য আত্মীয়দের নামে থাকা সংস্থাগুলির হাতে তুলে দেন। প্রতিটি নির্মাণে অত্যন্ত নিম্নমানের কাঁচামাল ব্যবহৃত হয়। কোনও টেন্ডারও ডাকা হয়নি। এর সঙ্গে রাজ্য ক্রীড়া পর্ষদেরও বেআইনি নির্মাণ জড়িত ছিল।

nabam tuki arunachal prime minister guwahati highcourt cbi investigation nabam tuki corruption
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy