রাষ্ট্রদ্রোহের মামলা ঠুকে দুই প্রবীণ সাংবাদিক সিদ্ধার্থ বরদারাজন ও করণ থাপারকে ২২ অগস্ট হাজির হওয়ার নোটিস পাঠাল গুয়াহাটি পুলিশ। অসমের বিজেপি সরকারের পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করে সাংবাদিকদের একাধিক সংগঠন দাবি তুলেছে, অবিলম্বে তাঁদের বিরুদ্ধে করা এফআইআর খারিজ করা হোক। প্রেস ক্লাব অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেন’স প্রেস কোর বরদারাজন এবং থাপারের বিরুদ্ধে বার বার রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার ঘটনায় তীব্র সমালোচনা করেছে।
‘অপারেশন সিঁদুর’ নিয়ে খবর প্রকাশের জেরে এক বিজেপি নেতা বরদারাজন ও থাপারের বিরুদ্ধে মামলা করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ওই মামলায় দুই সাংবাদিকের বিরুদ্ধে কোনও ‘দমনমূলক পদক্ষেপ’ না করার নির্দেশ দিয়েছিল। তার কয়েক দিনের মধ্যেই পুলিশ নতুন মামলা রুজু করে তাঁদের তলব করেছে। বরদারাজন ও থাপার জানান, সুপ্রিম কোর্ট নির্দেশদিয়েছিল, এফআইআর জনসমক্ষে আনতে হবে ও অভিযুক্তদের হাতে দিতে হবে। গুয়াহাটির জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এফআইআরের কোনও খোঁজ পাওয়া যায়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)