অসমে সব চেয়ে অপরিচ্ছন্ন শহরের তকমা পেল হাইলাকান্দি!
কেন্দ্রীয় সরকারের সমীক্ষাতেই এমন তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, দেশের শহরগুলির মধ্যে পরিচ্ছন্নতার তালিকায় হাইলাকান্দি রয়েছে ৪০৩ নম্বরে। এমন ফলাফলে ক্ষুব্ধ শহরবাসী। উদ্বিগ্ন জেলাশাসক মলয় বরা। মলয়বাবু জানিয়েছেন, তিনি সমীক্ষার ফলাফল মানতে রাজি নন। গত সন্ধেয় প্রথম এমন তথ্য জানতে পারেন জেলা-প্রশাসনের কর্তারা। রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসেছিলেন মলয়বাবু। ওই সময়ই মুখ্যসচিব তাঁকে জানান, স্বচ্ছতার নিরিখে হাইলাকান্দি শহর রয়েছে ৪০৩ নম্বরে। কেন্দ্রীয় সরকারের একটি ওয়েবসাইটে ওই ফলাফল প্রকাশিত হয়েছে। জেলাশাসক মলয়বাবু তা মানতে চাননি। হাইলাকান্দিকে অসমের সব চেয়ে নোংরা শহরের তকমা কোন সমীক্ষায় ভিত্তিতে দেওয়া হল, তা জানতে উৎসুক শহরবাসী। বিব্রত জেলাশাসক। আজ তিনি বলেন, ‘‘জেলায় স্বচ্ছ ভারত অভিযান সফল করতে আন্তরিক ভাবে কাজ করেছি। কোন নিরিখে হাইলাকান্দিকে অপরিচ্ছন্ন শহর হিসেবে চিহ্নিত করা হল বুঝতে পারছি না।’’
পুরসদস্য অরুণ দাস জানান, জেলাশাসকের কাছ থেকে এ কথা তাঁরা জেনেছেন। আগামী কাল এ বিষয়ে নাগরিক সভা করা হবে। অরুণবাবুর মন্তব্য, ‘‘হাইলাকান্দি শহরে কখন, কোথায় সমীক্ষার কাজ চলল, তা কেউই জানেন না।’’ কারা কী ভাবে সমীক্ষা চালিয়েছে, তা নিয়েও অন্ধকারে পুরসভা। সমীক্ষার তথ্য মানতে রাজি নন হাইলাকান্দির জনস্বাস্থ্য কারিগরী বিভাগের কর্তা আবদুল খালিক লস্করও। তিনি জানান, কোন সংস্থা সমীক্ষা চালিয়েছে তা-ই স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে সমীক্ষার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী।