মেঘালয়ে ইচামাটি গ্রামে জঙ্গি ও খাসি সংগঠনগুলি নিশানা করছে বাংলাভাষী পরিবারগুলিকে। এই পরিবারগুলির পুরুষেরা গ্রামছাড়া। হেনস্থা করা হচ্ছে অসহায় মহিলা ও শিশুদের। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরে এ নিয়ে অভিযোগ জমা পড়েছে। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন বিষয়টি নিয়ে ৭ অক্টোবরের মধ্যে মেঘালয়ের ডিজিপি ও এসপির কাছে রিপোর্ট চেয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে মেঘালয়ের পূর্ব খাসি হিল জেলার ইচামাটি এলাকায় সিএএ-বিরোধী এক জনসভা চলার সময় স্থানীয় বাংলাভাষীদের সঙ্গে খাসি ছাত্র সংগঠনের হাতাহাতি হয়। মারা যায় খাসি ছাত্র সংগঠনের সমর্থক এক ট্যাক্সিচালক। এতে উত্তেজনা ছড়ায়। ইচামাটি, ভোলাগঞ্জ, কালিবাড়ি, কালাতক গ্রামের পুরষেরা সেই যে গ্রামছাড়া হয়েছেন, অধিকাংশই আর ফেরেননি। জঙ্গি সংগঠন এইচএনএলসি-ও সব ‘বহিরাগত’ বাংলাভাষীকে অবিলম্বে মেঘালয় ছাড়ার হুমকি দিয়েছিল। ওই ঘটনায় তিন গ্রামের ৭০ জনকে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকেই কার্যত স্থানীয় অ-জনজাতিদের কাজকর্ম বন্ধ।
ইচামাটিতে এখন আছেন মূলত মহিলা ও বাচ্চারা। অভিযোগ, খাসি ছাত্র সংগঠন ও সশস্ত্র এইচএনএলসি জঙ্গিরা তাদের নিয়মিত হুমকি দিচ্ছে। বিভিন্ন ভাবে হেনস্থা ও অত্যাচার করা চলছে। ভয়ে পুরুষরা গ্রামে ফিরতে পারছেন না। শুধু তা-ই নয়, ভূমিপুত্র না-হওয়ায় পুলিশ-প্রশাসনও তাঁদের নানা ভাবে হেনস্থা করছে। অভিযোগে আমল দিচ্ছে না। ইচামাটির ঘটনার পর থেকে পুলিশ-প্রশাসন ও স্থানীয় সংগঠনগুলি সেখানে বাংলাভাষীদের বৈধ ব্যবসা বা কাজ চালাতে দিচ্ছে না।