মেরে ফেলল! মেরে ফেলল! চিৎকার করে প্রাণে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। হরিয়ানার সোনিপতে মাথায় গুলি চালিয়ে খুন করা হল এক বিজেপি নেতাকে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। শনিবার সকালে খুনে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। এই ঘটনায় সিসি ক্যামেরার একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতা সুরেন্দ্র জহরকে ঠেলতে ঠেলতে একটি দোকানের ভিতর নিয়ে যাচ্ছেন অভিযুক্ত যুবক মনু। তার পর বন্দুক ঠেকাচ্ছেন বিজেপি নেতার মাথায়। এই সময় ‘মেরে ফেলল, মেরে ফেলল’ বলে চিৎকার করতে থাকেন ওই নেতা। তাঁর চিৎকারে কয়েক জন ছুটে এসে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তার মধ্যেই বিজেপি নেতার মাথা লক্ষ্য করে পর পর দু’টি গুলি চালান অভিযুক্ত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুরেন্দ্র।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি অভিযুক্ত মনুর কাকা এবং কাকিমার কাছ থেকে একটি জমি কিনেছিলেন সুরেন্দ্র। কিন্তু ওই জমিতে পা রাখলে ফল খারাপ হবে বলে বিজেপি নেতাকে হুমকি দেন মনু। হুমকি অগ্রাহ্য করে শুক্রবার ওই জমিতে যান সুরেন্দ্র। তার পরেই তাঁকে খুঁজতে থাকেন অভিযুক্ত। শেষমেশ রাত সাড়ে ৯টা নাগাদ গুলি করেন। বিজেপি নেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।