পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে এক ইউটিউবারকে গ্রেফতার করল পুলিশ। হরিয়ানার পালওয়াল জেলা পুলিশের হাতে ধৃত ওয়াসিম আক্রম নামে ওই ব্যক্তি। তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোন থেকে বেশ কিছু মেসেজ ডিলিট করা হয়েছে বলে তদন্তকারীদের সূত্রে খবর। এখন সেই মেসেজই পুনরুদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওয়াসিম কোট গ্রামের বাসিন্দা। ইউটিউবে মেওয়াটের ইতিহাস নিয়ে বেশ কিছু ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন বছর ধরে পাকিস্তানের গুপ্তচরের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। অভিযোগ, তাঁদের সিমকার্ডও সরবরাহ করেছেন তিনি। তাঁর মোবাইল থেকে বেশ কিছু মেসেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গত সপ্তাহে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে তৌফিক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীদের সূত্রে খবর, তৌফিককে জেরা করেই ওয়াসিমের সন্ধান মিলেছে। পুলিশ সুপার বরুণ সিঙ্গলা জানিয়েছেন, এই তৌফিক এবং ওয়াসিম দু’জনেরই যোগাযোগ ছিল আইএসআই আধিকারিক এবং পাকিস্তানের হাই কমিশনের সঙ্গে। ইন্টারনেট কলের মাধ্যমে যোগাযোগ করতেন তাঁরা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ২০২১ সালে পাকিস্তানি এজেন্ট দানিশের সঙ্গে যোগাযোগ হয় ওয়াসিমের। পাকিস্তানের ভিসার আবেদনও করেছিলেন তিনি। অভিযোগ, তাঁর পরিবার ভিসা পায়নি।