ছবি: পিটিআই।
কোভিড বিধি মানছেন না বলে খোদ স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ আনলেন শিলচরের প্রাক্তন সাংসদ, মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেব৷ শিলচর মেডিক্যাল কলেজে গত ২৬ সেপ্টেম্বর ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী৷ সুস্মিতার অভিযোগ, মন্ত্রীর উপস্থিতিতেই কোভিড বিধির দফারফা ঘটেছে৷ পারস্পরিক দূরত্বের নিয়ম শিকেয় তুলে গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন দর্শকরা৷ “কী দরকার ছিল মন্ত্রীকে ডেকে উদ্বোধন করানোর?” প্রশ্ন কংগ্রেস নেত্রীর৷
তাঁর বক্তব্য, আইসিইউ জরুরি বটে৷ সাংবাদিক সম্মেলন ডেকে শুরু করলেই হত৷ দশ দিন পরে কেন বিষয়টি নিয়ে সরব হলেন সুস্মিতা? সূত্র দুর্গাপুজো নিয়ে কড়াকড়ি৷ পুজোর মরশুমে সংক্রমণ যাতে মাছা চাড়া না-দেয় সে জন্য কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি কড়া নির্দেশিকা জারি করেছেন৷ বলা হয়েছে, প্রতিমা ৫ ফুটের বেশি উঁচু হতে পারবে না৷ পুজো করতে হলে থাকা চাই স্থায়ী মণ্ডপ৷ রাস্তার ধারে কাঠ-বাঁশের মণ্ডপ গড়া যাবে না৷ পুরোহিতদের কোভিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক৷
এই নির্দেশিকার বিরোধিতা করে সুস্মিতা জেলাশাসককে চিঠি লিখেছেন৷ জানতে চেয়েছেন, মূর্তির উচ্চতা, অস্থায়ী মণ্ডপের সঙ্গে ভাইরাসের সংক্রমণের কী সম্পর্ক? এই প্রসঙ্গে সুস্মিতার প্রশ্ন, আইসিইউ উদ্বোধনের নামে মন্ত্রীর সভায় যে কোভিড বিধি লঙ্ঘিত হল!" শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ভাস্কর গুপ্ত এ নিয়ে মন্তব্য করেননি৷ মন্তব্য এড়িয়ে গিয়েছেন জেলাশাসক জল্লিও৷
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy