Advertisement
০৬ মে ২০২৪

বৃষ্টিতে বেহাল অসম

টানা বৃষ্টির জেরে গুয়াহাটি-সহ নামনি অসমের বিভিন্ন স্থানে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত দু’দিনের লাগাতার বৃষ্টির ফলে মেঘালয়ের পাহাড় থেকে জল নামছে কামরূপের দিকে। এক নাগাড়ে বৃষ্টির জেরে জলে ডুবেছে গুয়াহাটির জোড়াবাট, কামরূপের বকো, গোয়ালপাড়ার দুধনৈ।

বানভাসি। বৃষ্টির পর গুয়াহাটিতে। বুধবার উজ্জ্বল দেবের তোলা ছবি।

বানভাসি। বৃষ্টির পর গুয়াহাটিতে। বুধবার উজ্জ্বল দেবের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০৪:১২
Share: Save:

টানা বৃষ্টির জেরে গুয়াহাটি-সহ নামনি অসমের বিভিন্ন স্থানে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত দু’দিনের লাগাতার বৃষ্টির ফলে মেঘালয়ের পাহাড় থেকে জল নামছে কামরূপের দিকে। এক নাগাড়ে বৃষ্টির জেরে জলে ডুবেছে গুয়াহাটির জোড়াবাট, কামরূপের বকো, গোয়ালপাড়ার দুধনৈ।

বকোর অবস্থা সবচেয়ে শোচনীয়। মেঘালয় সীমানায় থাকা হাহিম বাজার পুরো ভেসে গিয়েছে। দিলিঙ্গা, দিরিমাও জলমগ্ন। গোয়ালপাড়ার দুধনৈয়ে একাধিক গ্রাম জলের তলায়। গুয়াহাটির জু রোড, জি এস রোডের বহু অংশে সকাল থেকে জমা জলে যান চলাচল ব্যাহত হয়। গাঁধী বস্তি, ভাঙাগড়, লাচিতনগর, অনিলনগর, নবীননগর, গণেশগুড়ি, কাহিলীপাড়া, চানমারি এলাকাগুলিতে রাস্তা ভাসিয়ে একতলা বাড়িগুলিতে জল ঢুকে পড়েছে। ভরলু নদীর পাশে থাকা রাস্তাগুলি ভেসে এমন অবস্থা হয়েছে যে নদী ও রাস্তা আলাদা করা যাচ্ছে না। অনিল নগরে ভরলুর গার্ড ওয়াল ফেটে জল ঢুকেছে। নীলাচল পাহাড়ে ধস নামার ফলে কামাখ্যা মন্দির থেকে ভূবনেশ্বরী মন্দির যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে।

এ দিকে, বন্যাত্রাণে অর্থ সংগ্রহ করতে পথে নেমেছেন অসমের শিল্পীরা। চলচ্চিত্র জগতের পরিচিত গায়ক জুবিন গর্গের উদ্যোগে অভিনেত্রী আইমি বরুয়া, জেরিফা ওয়াহিদ, আকাশদীপ, গায়িকা জুবিলি বরুয়া-সহ বহু গায়ক-গায়িকা, অভিনেতারা গুয়াহাটি, তেজপুর-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে গান গেয়ে সাধারণ মানুষের কাছ থেকে বন্যাত্রাণে অর্থ সাহায্য সংগ্রহ করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Heavy rain Assam guwahati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE