প্রায় ছ’দিন ধরে টানা বৃষ্টি। থামার এতটুকুও লক্ষণ নেই। প্রবল বর্ষণে কার্যত অচল বাণিজ্যনগরী।
রবিবার অর্থাৎ আগামিকালই বর্ষা আসার কথা মুম্বইয়ে। কিন্তু ক্যালেন্ডারের কথা কবেই বা শুনেছে প্রকৃতি। প্রবল বর্ষণ ধীরে ধীরে বিপর্যয়ের চেহারা নিতে পারে, এমনটা আঁচ করে শনিবার সকাল থেকেই তাই মুম্বইয়ের সমুদ্রসৈকতগুলিতে ভারতীয় নৌবাহিনীর তরফে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এলফিনস্টোন রোড-সহ বেশ কয়েকটি জায়গায় ঘরবন্দি হয়ে পড়েছেন বাসিন্দারা।
দক্ষিণ মুম্বইয়ের হাল আরও খারাপ। ফুরাচ্ছে খাবার। জলসংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা। বৃহন্মুম্বই কর্পোরেশন জানিয়েছে, বাসিন্দারা ঘরে থাকলেই নিরাপদে থাকবেন। স্কুল-কলেজ যেতেও নিষেধ করা হয়েছে। বানভাসি হওয়ার মুখে বিমানবন্দরও।বাতিল হয়েছে চারটি আন্তর্জাতিক উড়ান। রাস্তাঘাট পিচ্ছিল হওয়ায় পুলিশের তরফে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে মুম্বইকরদের।