Advertisement
E-Paper

তাসের ঘরের মতো ধসে পড়ল পাঁচতলা বাড়ি! ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, বন্ধ স্কুল-কলেজও

আইএমডির লাল সতর্কতার প্রেক্ষিতে রবিবারই কাংড়া, মান্ডি, সিরমৌর এবং সোলান জেলার ডেপুটি কমিশনারদের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। হড়পা বান এবং ভূমিধসের মতো পরিস্থিতির জন্য সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৫:১৩
বাড়ি ভেঙে পড়ার সেই দৃশ্য।

বাড়ি ভেঙে পড়ার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

সপ্তাহখানেক ধরেই একটানা ভারী বৃষ্টি চলছে হিমাচল প্রদেশে। ইতিমধ্যেই প্রবণ বর্ষণে ৩৪ জনের মৃত্যু হয়েছে। কোথাও আবার ভেঙে পড়েছে বহুতল। ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে বিতস্তা নদী। সে কারণেই আপাতত দু’দিন কুল্লু, কাংড়া, মান্ডি, সিরমৌর, সোলান— প্রভৃতি জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

ভারী বর্ষণে শিমলার মাথু কলোনি এলাকায় একটি পাঁচতলা বাড়ি ভেঙে প়়ড়েছে। দুর্ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টিতে বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়়ছে। তবে ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে শিমলার বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর।

আইএমডির লাল সতর্কতার প্রেক্ষিতে রবিবারই কাংড়া, মান্ডি, সিরমৌর এবং সোলান জেলার ডেপুটি কমিশনারদের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। হড়পা বান এবং ভূমিধসের মতো পরিস্থিতির জন্য সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী জগৎ সিংহ নেগি জানিয়েছেন, গত ২০ জুন থেকে এখনও পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতজনিত নানা দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সড়ক দুর্ঘটনাতেই প্রাণ গিয়েছে ১৭ জনের। প্রশাসনের তরফে স্থানীয়দের বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে।

himachal pradesh Heavy Rain Shimla Manali Red Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy