সপ্তাহখানেক ধরেই একটানা ভারী বৃষ্টি চলছে হিমাচল প্রদেশে। ইতিমধ্যেই প্রবণ বর্ষণে ৩৪ জনের মৃত্যু হয়েছে। কোথাও আবার ভেঙে পড়েছে বহুতল। ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে বিতস্তা নদী। সে কারণেই আপাতত দু’দিন কুল্লু, কাংড়া, মান্ডি, সিরমৌর, সোলান— প্রভৃতি জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
ভারী বর্ষণে শিমলার মাথু কলোনি এলাকায় একটি পাঁচতলা বাড়ি ভেঙে প়়ড়েছে। দুর্ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টিতে বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়়ছে। তবে ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে শিমলার বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর।
আরও পড়ুন:
-
বৃষ্টির দোসর মেট্রো বিভ্রাট! মধ্য ও উত্তর কলকাতা জুড়ে ব্যাপক যানজট, সকাল গড়িয়ে দুপুরেও যাত্রীদের দুর্ভোগ অব্যাহত
-
‘কলেজে ঢোকার পর পরই শুরু হয়ে গিয়েছিল ওর দাদাগিরি’! সহপাঠীর চোখে কসবা ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত ‘এম’
-
প্রকাশ্য রাস্তায় তপ্ত বাগবিতণ্ডা! পর দিনই বন্ধ ঘর থেকে দেহ মিলল স্বামী-স্ত্রীর, জয়পুরের ঘটনায় চাঞ্চল্য
আইএমডির লাল সতর্কতার প্রেক্ষিতে রবিবারই কাংড়া, মান্ডি, সিরমৌর এবং সোলান জেলার ডেপুটি কমিশনারদের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। হড়পা বান এবং ভূমিধসের মতো পরিস্থিতির জন্য সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী জগৎ সিংহ নেগি জানিয়েছেন, গত ২০ জুন থেকে এখনও পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতজনিত নানা দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সড়ক দুর্ঘটনাতেই প্রাণ গিয়েছে ১৭ জনের। প্রশাসনের তরফে স্থানীয়দের বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে।