কাশ্মীরে তুষারধসে এক সেনা অফিসার-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে উপত্যকা জুড়ে তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার খুব সকালে ধস নামল দু’জায়গায়। সূত্রের খবর, প্রথম ধসটি নামে গান্ডেরবাল জেলার সোনমার্গে। সেনা ক্যাম্পে আটকে পড়েন এক সেনা অফিসার-সহ কয়েক জন জওয়ান। উদ্ধারকাজ শুরু হলে বের করে আনা হয় ৮ জওয়ানকে। মিলেছে সেনা অফিসার মেজর অমিতের দেহ। আরও এক জওয়ান বরফের নীচে চাপা রয়েছেন বলে মনে করা হচ্ছে।
এর পরের ধসটা নামে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে। ধসে গুড়িয়ে যাওয়া বাড়ির তলায় চাপা পড়ে একই পরিবারের ৫ সদস্য। মৃত্যু হয় চার জনের— মেহরাজ-উদ-দিন লোন (৫৫), তাঁর স্ত্রী আজিজি (৫০), ছেলে ইরফান (২২) ও মেয়ে গুলশন (১৯)। লোনের আর এক ছেলে রেয়াজকে উদ্ধার করা গিয়েছে।
বুধবারও কাশ্মীরে ভারী তুষারপাত হয়েছে। তার পরেই জারি করা হয়েছে তুষারধসের সতর্কবার্তা। বুধবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ওই সতর্কতা জারি থাকছে জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায়।