Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
National news

স্কুলেই ধর্ষিত! বাঁচান, না হলে সুইসাইড করব, মোদীকে চিঠি ছাত্রীর

চিঠিতে ওই ছাত্রীর অভিযোগ, সম্প্রতি স্কুলের ক্লার্ক কর্মবীর এবং অ্যাকাউনট্যান্ট সুখবীর তাঁকে আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তাঁকে জোর করে পর্ণগ্রাফি দেখায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১৭:২৮
Share: Save:

দুই স্কুল কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখল হরিয়ানার ওম পাবলিক স্কুলের এক ছাত্রী। সেই চিঠির একটা কপি পাঠানো হয়েছে হরিয়ানা সোনেপত পুলিশ থানাতেও।

চিঠিতে ওই ছাত্রীর অভিযোগ, সম্প্রতি স্কুলের ক্লার্ক কর্মবীর এবং অ্যাকাউনট্যান্ট সুখবীর তাঁকে আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তাঁকে জোর করে পর্ণগ্রাফি দেখায়। এমনকী সন্ধ্যার পর তাকে গোহানার একটি হোটেলেও নিয়ে যায়। ওই ছাত্রী আরও লিখেছে, হরিয়ানার এক প্রত্যন্ত এলাকায় তার বাড়ি। বাড়িতে জানাজানি হলে সে হয়তো আর বাঁচতে পারবে না। তার ভাই তাকে খুন করতে পারে। এই ভয়ে সে বাড়িতে কিছুই জানায়নি। তবে স্কুলের ক্লাস টিচারকে সে ধর্ষণের কথা জানিয়েছিল। কিন্তু তাতে ক্লাস টিচার তাকে জানায়, এ রকম ঘটনা হয়েই থাকে। এত উদ্বেগের কিছু নেই। কোনও আইনি ব্যবস্থা না নিলে তার আত্মঘাতী হওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।

আরও পড়ুন: লোহার জাল কেটে ৩৪ জন নাবালক অপরাধী পালাল বিহারের জেল থেকে!

চিঠি পাওয়ার পরই সোনেপত পুলিশ ওই স্কুলে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে ওই ছাত্রীর খোঁজ পায়নি পুলিশ। কারণ ডিএসপি মুকেশ জাখার জানান, চিঠিতে কোন ক্লাসে পড়ে বা তার নাম-ঠিকানা সম্বন্ধে কিছুই জানায়নি সে। স্কুল কর্তৃপক্ষও এমন কোনও অভিযোগের কথা অস্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ চলছে, জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE