Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ডিমা হাসাওয়ে রাস্তা সংস্কারের নির্দেশ

গৌহাটি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দু’মাসের মধ্যে ডিফু-লামডিং-হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক সংস্কার করতে হবে। বন বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক বহিমচন্দ্র লাংথাসার দাখিল করা জনস্বার্থ মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কে শ্রীধর রাও নাহাই গত জুন মাসে ওই সময়সীমা বেঁধে দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০২:৫৪
Share: Save:

গৌহাটি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দু’মাসের মধ্যে ডিফু-লামডিং-হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক সংস্কার করতে হবে।

বন বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক বহিমচন্দ্র লাংথাসার দাখিল করা জনস্বার্থ মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কে শ্রীধর রাও নাহাই গত জুন মাসে ওই সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রধান বিচারপতির নির্দেশ, দু’মাসের মধ্যে লামডিং থেকে মাইবং ও মাহুর হারাঙ্গাজাও পর্যন্ত রাস্তা যান চলাচলের উপযুক্ত করতে হবে।

২০০৬ সালে ইস্ট ওয়েস্ট করিডর নির্মাণের জন্য ৫৪ নম্বর জাতীয় সড়কের সংস্কারের জন্য বরাত দেওয়া হয়েছিল। কিন্তু এখনও ওই কাজ সে ভাবে শুরুই হয়নি। ওই সড়কের দুরবস্থা নিয়ে বিভিন্ন সংগঠন আন্দোলন করলেও লাভ হয়নি। এর পরই গৌহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আদালত নির্দেশ দিয়েছে, লামডিং থেকে ইনরিম বাংলো পর্যন্ত ৮২ কিলোমিটার ও ইনরিম বাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৬৭ কিলোমিটার সড়কের সংস্কার দু’মাসের মধ্যে শেষ করতে হবে।

হাইকোর্টের নির্দেশের জেরে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের সিইএম দেবজিৎ থাওসেন ও পরিষদের প্রধানসচিব নাহাই ‘ইস্ট ওয়েস্ট করিডর’ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ও বিভাগীয় কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

High court Dima Hasao road Guwahati Lumding
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE