মুখ্যমন্ত্রিত্ব নিয়ে শিবসেনার সঙ্গে শরিকি দ্বন্দ্ব অব্যাহত। এর মাঝেই সেনা শিবিরের উপর পাল্টা চাপ বাড়িয়ে মহারাষ্ট্রে সরকার গড়ার দাবি থেকে সরে এল বিজেপি।
রবিবার, রাজ্যের ‘কেয়ারটেকার মুখ্যমন্ত্রী’ দেবেন্দ্র ফডণবীসের বাড়িতে দু’দফায় বৈঠক বসে। কিন্তু সংখ্যা-সঙ্কট না কাটায় মরাঠা ভূমে সরকার গড়ার দাবি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। রবিবার, বিজেপি নেতা চন্দ্রকান্ত পাটিল বলেন, দলের তরফে সরকার গড়ার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ নিজেদের দখলে রাখতে অনড় শিবসেনা। দলের নেতা সঞ্জয় রাউত বলেন, ‘‘উদ্ধব ঠাকরে দলীয় বিধায়কদের বলেছেন, যে কোনও মূল্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নিজেদের দখলে রাখবে শিবসেনা।’’ মহারাষ্ট্রের পরিস্থিতির উপর নজর রাখছে কংগ্রেসও। দলের তরফে অশোক চহ্বাণ বলেন, ‘‘আমরা চাই না মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হোক।’’ স্থায়ী সরকার গঠনের পক্ষে সওয়াল করেছেন তিনি। মহারাষ্ট্র কংগ্রেস তার দলীয় বিধায়কদের জয়পুরের একটি রিসর্টে নিয়ে গিয়ে রেখেছে। এ দিন দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁদের সঙ্গে বৈঠকের পর খাড়গে বলেন, ‘‘আমরা প্রথম দিন থেকেই একই অবস্থানে রয়েছি। সেই অবস্থান আমরা রক্ষাও করে চলেছি। আমরা বিরোধী দলের আসনে বসব এবং জনমতকে সম্মান জানাব।’’ এখনও পর্যন্ত শিবসেনার সঙ্গে জোটে যেতে নারাজ এনসিপিও।