বড়দিনে গির্জায় যাওয়া চলবে না হিন্দুদের। গেলেই পিটুনি খেতে হবে। ঘোষণা অসমের কাছাড় জেলায় বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সাধারণ সম্পাদক মিঠু নাথের। খ্রিস্টানদের উৎসবে কোনও হিন্দুর শামিল হওয়া চলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মেঘালয়ের শিলংয়ে বড়দিন উপলক্ষে রামকৃষ্ণ মিশনের একটি অংশ আপাতত বন্ধ রাখা হয়েছে। তা নিয়ে গত কয়েক দিন ধরেই পরিস্থিতি তাতিয়ে তুলেছে বজরং দল এবং ভিএইচপি সমর্থকেরা। খ্রিস্টানদের উৎসবের জন্য হিন্দুদের আরাধনা বন্ধ রাখতে হচ্ছে বলে অভিযোগ তুলছে তারা।
সম্প্রতি শিলচরে একটি অনুষ্ঠানে যোগ দেন মিঠু। সেখানেও শিলংয়ের প্রসঙ্গ টেনে আনেন তিনি। সমর্থকদের দেওয়া ‘জয় শ্রী রাম’ ধ্বনির মধ্যে দাঁড়িয়ে বলেন, ‘‘খ্রিস্টানদের উৎসব নিয়ে যারা মাতামাতি করে, তাদের দু’চক্ষে দেখতে পারি না আমি। আমাদের মন্দির বন্ধ করে দেয় ওরা। বড়দিনে কোনও হিন্দুর গির্জায় যাওয়া চলবে না। আমরা আটকে দেখাব। তার পরেও যদি কেউ যায়, কপালে পিটুনি রয়েছে।’’