কালো রঙের পোশাক। মাথা ঢাকা। নির্মীয়মাণ একটি বাড়িতে লুকোনোর চেষ্টা। তাক করে ধরা স্বয়ংক্রিয় বন্দুক। ড্রোনে এমনই ছবি ধরা পড়ল এক জঙ্গির। বৃহস্পতিবার ত্রালে যে তিন জইশ জঙ্গির বিরুদ্ধে অভিযানে নামে সেনা, তাদেরই এক জনের ছবি ধরা পড়েছে সেনার ড্রোনে।
গোপন সূত্রে সেনা খবর পায়, ত্রালে তিন জঙ্গি আশ্রয় নিয়েছে। খবর পেয়েই অভিযানে যায় সেনা। জঙ্গিরা তখন সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পাল্টা জবাব দেয় সেনাও। তিন জঙ্গিকে চার পাশ থেকে ঘিরে ফেলা হয়। পালানোর কোনও উপায় না দেখে সামনেরই একটি নির্মীয়মাণ বাড়ির বেসমেন্টে আশ্রয় নেয় তিন জঙ্গি। বাড়ির ভিতরে ঠিক কোথায় রয়েছে জঙ্গিরা তার নজরদারির জন্য ড্রোন আনা হয়। সেই ড্রোনেই ধরা পড়ে এক জঙ্গি হাতে বন্দুক নিয়ে একটি থামের আড়ালে লুকিয়ে গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছে। সেই দৃশ্য নজরবন্দি হয় ড্রোনে।
সূত্রের খবর, জঙ্গিদের সঠিক অবস্থান নিশ্চিত হওয়ার পর পুরোদমে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনা। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই হলেও জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়ায় বেশি ক্ষণ এঁটে উঠতে পারেনি। সেনার গুলিতে তিন জঙ্গি নিহত হয়। পুলওয়ামার ত্রালে জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন নাদের’। সেনা সূত্রে খবর, নিহত তিন জঙ্গি হল, আসিফ আহমেদ শেখ (২৮), আমির নাজ়ির ওয়ানি (২০) এবং ইয়াওয়ার আহমেদ ভাট। তিন জনেই পুলওয়ামার বাসিন্দা। আসিফ জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। সে অবন্তীপোরার জেলা কমান্ডার। ২০২২ সাল থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত আসিফ। আমির ২০২৪ সাল থেকে পুলওয়ামায় বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। ইয়াওয়ারও তা-ই। সে-ও গত বছর থেকেই পুলওয়ামায় সক্রিয় ছিল।